Entertainment

3 months ago

Actor Sahab: উল্টে গেল গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা সাহেব! কেমন আছেন তিনি?

Actor Sahab (Symbolic Picture)
Actor Sahab (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- টলিউডজুড়ে দুর্ঘটনার খবর। শুটিং সেরে বাড়ি ফেরার পথে বড়সড় গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেতা সাহেব। জানা গেছে, শুক্রবার রাত ১০.৩০ টা নাগাদ শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন অভিনেতা। বাড়ি ফেরার সময় ক্যাব বুক করেছিলেন অভিনেতা, আর তাতেই ঘটে বিপত্তি। 

অভিনেতা সাহেব জানিয়েছেন, গাড়িতে ওঠার পর থেকেই বেলাগাম হয়ে গাড়ি চালাচ্ছিলেন৷ জেমস লং সরণিতে ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে গাড়িটির৷ তারপরেই পুরো উল্টে যায় গাড়িটি৷ কিছু বুঝে ওঠার আগেই যেন কী একটা ঘটে যায়৷ তবে অল্পের জন্য আমার কিছু হয়নি, কিন্তু আমার সহকারী গুরুতর চোট পেয়েছেন৷ এরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় বলে জানান অভিনেতা। 

You might also like!