দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- একটাই ছবি আর তাতেই খুলল ভাগ্যশ্রীর ভাগ্য। ওটিটির পর্দায় মুক্তির পাশাপাশি টেলিভিশনের পর্দায়ও সম্প্রচারিত হল বহুল প্রশংসিত হরর কমেডি ঘরানার ছবি ‘মুঞ্জ্যা’। এই ছবিতে রুক্কুর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ভাগ্যশ্রী লিমায়ে। বড় পর্দায় এই নতুন মুখই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
'মুঞ্জ্যা’ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় না করলেও পার্শ্বচরিত্রে অভিনয় করে দক্ষতার প্রমাণ দিয়েছেন ভাগ্যশ্রী। ১৯৯৩ সালের ৭ নভেম্বর মহারাষ্ট্রে জন্ম ভাগ্যশ্রীর। সেখান থেকেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন তিনি। কলেজের গণ্ডি পার করার পর চাকরির সন্ধান করছিলেন ভাগ্যশ্রী। অভিনয়ের প্রতি ভাগ্যশ্রীর আগ্রহ ছিল শৈশব থেকেই। অডিশন দেওয়ার পর ছোট পর্দায় অভিনয়ের সুযোগ পান তিনি। পাশাপাশি বিজ্ঞাপনের মুখ হিসাবেও দেখা যায় তাঁকে। পুরনো এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রথম বেতন হিসাবে ১৫০০ টাকা পেয়েছিলেন অভিনেত্রী। ‘ঘাগড়ে অ্যান্ড সুন’, ‘বস মাঝি লড়াচি’, ‘কান্দে পোহে’ নামের একাধিক মরাঠি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে ভাগ্যশ্রীকে। কানাঘুষো শোনা যায়, খ্যাতনামী মারাঠি অভিনেতা ভূষণ প্রধানের সঙ্গে সম্পর্কে ছিলেন ভাগ্যশ্রী। দুই তারকাকে একসঙ্গে বহু জায়গায় দেখা যেতে থাকে। কিন্তু অভিনেত্রী জানান, ভূষণের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বরং অভিনেতা তাঁর খুব কাছের বন্ধু।‘মুঞ্জ্যা’ছবিতে অভিনয়ের পর রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন ভাগ্যশ্রী। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় অভিনেত্রীর অনুগামীর সংখ্যা পাঁচ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।