পাটনা, ৯ জুলাই : নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের শাখায় পরিণত হয়েছে। 'বিহার বনধ' প্রসঙ্গে বুধবার আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, "নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের শাখা হয়ে উঠেছে। গুজরাটের দু'জন ব্যক্তি কি সিদ্ধান্ত নেবেন, কোন বিহারী ভোটার ভোট দিতে পারবেন আর কোনটি দিতে পারবেন না?" তেজস্বী আরও বলেন, "নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। ভোটার তালিকা থেকে দরিদ্র মানুষের নাম বাদ দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি চলছে। প্রথমে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, তারপর তাদের পেনশন এবং রেশনও কেড়ে নেওয়া হবে।"