Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Entertainment

11 months ago

Srijit Mukherji: সৃজিতের 'শেখর হোম'-এ চমক কৌশিক-রুদ্রনীল, ট্রেলার প্রকাশ্যে আসতেই

Shekhar Home
Shekhar Home

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে পর্দায় আসছেন শার্লক হোমস ৷ স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্রে কেকে মেনন ৷ তবে একটু অন্যরকমভাবে ৷ বৃহস্পতিবার মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় ও রোহান সিপ্পি পরিচালিত 'শেখর হোম' সিরিজের ট্রেলার ৷ গোয়েন্দা কেকে মেননকে যোগ্য সঙ্গত দিতে পর্দায় হাজির ওয়াটসন তথা রণবীর শোরে ৷ 14 অগস্ট জিও সিনেমায় আসছে ডিটেকটিভ ওয়েব সিরিজ 'শেখর হোম' ৷

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এদিন সোশাল হ্যান্ডেলে সিরিজের ট্রেলার সামনে আনেন ৷ ক্যাপশনে লেখেন, "জিনিয়সের এখন নতুন নাম - শেখর হোম ৷ পৃথিবীর সেরা গোয়েন্দা ও তাঁর সঙ্গী নতুন রহস্যের সমাধান করবেন ৷ 14 অগস্ট জিও সিনেমাতে হবে সিরিজের স্ট্রিমিং ৷" ছবির ঘোষণার পর থেকেই শার্লক হোমসের চরিত্রে কেকে মেননকে দেখতে অধীর আগ্রহে ছিলেন দর্শকরা ৷ এরপর ট্রেলার সামনে আসতেই মুগ্ধ তাঁরা ৷

নেটপাড়ায় মেনন-রণবীরের অনস্ক্রিন উপস্থিতি তাক লাগিয়েছে অনুরাগীদের ৷ মুহূর্তে ট্রেলার ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ট্রেলারে দেখা গিয়েছে, শেখর হোম, যিনি একটু খ্যাপাটে ধরনের কিন্তু দারুণ বুদ্ধিমান ৷ ভাগ্যের জেরে তাঁর সঙ্গে পরিচয় হয় জয়ব্রত সাহনির ৷ একজন মধ্যবয়সী ব্যাচেলর ৷ এই চরিত্রে দেখা গিয়েছে রণভীর শোরেকে ৷ ক্রমশ তাঁরা বন্ধু হয়ে ওঠেন ৷ এরপর একসঙ্গে রহস্য সমাধানের যাত্রা শুরু করেন ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রশিকা দুগ্গল, কীর্তি কুলহারি ও দিব্যেন্দু ভট্টাচার্য, কৌশিক সেনকে ৷

এর আগে কেকে মেনন 'ব্ল্যাক ফ্রাইডে', 'সরকার', 'হায়দার', 'স্পেশাল অপস', 'দ্য রেলওয়ে ম্যান'- এর মতো সিনেমা-সিরিজে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন ৷ এবার তাঁকে দেখা যাবে আইকনিক শার্লক হোমস গোয়েন্দা চরিত্রে ৷ অভিনয়ের এই পরীক্ষায় কত মার্কস পান কেকে মেনন, জানা যাবে 14 অগস্ট ৷


You might also like!