দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- উরফি জাভেদ, বলিউডে ফ্যাশন ইন্ড্রাস্টির এক অন্যতম পরিচিত মুখ। কখন টেপ দিয়ে জামা বানান তো আবার কখন চিরুনি দিয়ে তৈরি জামা পড়েন, আবার তাঁকে দেখা যায় পৃথিবীর ঘূর্ণনটাকেই নিজের জামায় আটকে নিতে। এবার আগুনের জামা পড়ে হাজির চর্চিত উরফি।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় উরফি জাভেদ তার পোশাকের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে নানা কসরত করছেন। কিন্তু এই চমকদার স্টান্টের পরিণতি ভালো হয়নি। ভিডিওতে দেখা গেছে, পোশাকের আগুনে তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। যদিও সঠিকভাবে জানা যায়নি, কিন্তু তার শরীরের কিছু অংশে আগুনের ক্ষত হয়ে থাকতে পারে।এই ঘটনার পর উরফি তার ভক্তদের সাথে যোগাযোগ রেখে জানিয়েছেন যে, তিনি নিরাপদ আছেন এবং আগুনের কারণে তার গুরুতর কোন শারীরিক সমস্যা হয়নি।