দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমানকালের সমাজে একান্নবর্তী পরিবারের ধারণা কি শুধুই কল্পনা? আজও যৌথ পরিবার যদি কোথাও থেকে থাকে, তাহলে সেখানে প্রজন্ম ব্যবধা্ন সুনিশ্চিতভাবে থাকবে। এরকম গল্প নিয়ে আকাশ আট চ্যানেলে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মধুর হাওয়া’!
সবাই জানে, ২০০৭ সালে তরুণ মজুমদার পরিচালিত ছবি ‘চাঁদের বাড়ি’ মুক্তি পেয়েছিল আর সেখানে এমনই এক বাঙালী পরিবারের গল্প উঠে এসেছিল। প্রচেত গুপ্তের লেখা উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছিল সেই ছবি। ‘মধুর হাওয়া’ ধারাবাহিকটাও প্রচেতের লেখা ওই এক নামের এক ছোটগল্পের আদলে তৈরি। লেখক বললেন, ‘‘প্রথাগত ধারাবাহিকের থেকে একটু অন্য রকমের গল্প ওঁরা বলতে চাইছেন বলে আমার ভালো লেগেছে! এসময়ে একটা যৌথ পরিবার থাকলে সেখানে কী কী হতে পারে, তা নিয়েই মজার গল্প বলবে এই ধারাবাহিক। বিরোধিতা থাকলেও পারিবারিক মূল্যবোধ যেন মধুর হয়, সেই বার্তাই দিতে চাইছে এই ধারাবাহিক। প্রচেতর কথায়, ‘‘এখন বাড়িতে দাদু হয়তো বাজারে গিয়ে মাছ কিনছেন। নাতি অনলাইনে মাছ অর্ডার করছে। দাদু হয়তো গ্রামোফোন রেকর্ডের পিন খুঁজছেন, নাতি সেখানে কানে ব্লু-টুথ ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। এই ধরনের দিকগুলো থাকছে।’’
উল্লেখ্য, ‘মধুর হাওয়া’ নামক ছোটো গল্পটা প্রকাশিত হয় ২০১৫ সালে! তবে ধারাবাহিকটা বাড়ানোর জন্য আলাদা করে লিখে বাড়িয়েছে। প্রচেত গুপ্তের সাথে হাত মিলিয়ে লিখেছেন ধারাবাহিকের পরিচালক অনিন্দ্য সরকার এবং চিত্রনাট্যকার রাকেশ ঘোষ। অনিন্দ্য বললেন, ‘‘কাউকে ছোটো না করেই বলছি, এখনকার বেশির ভাগ ধারাবাহিকের সবটাই যেন বড্ডভাবে কাল্পনিক সেখানে এই কাহিনিতে খাঁটি বাঙালির শিকড়ের কথা বলবে!’’
‘চাঁদের বাড়ি’ সিনেমার মতোই সান্যাল পরিবারের চারটে প্রজন্মকে ধরে গল্প এগোবে আর ধারাবাহিকের নানা চরিত্রে অভিনয় করছেন অরিজিৎ গুহ, গোপা নন্দী, শুভাশিস বন্দ্যোপাধ্যায়, মৌসুমী চক্রবর্তী ইত্যাদি।