Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Entertainment

11 months ago

Natasha Stankovic - Hardik Pandaya : ছেলে অগস্ত্যের চতুর্থ জন্মদিনে মিষ্টি বার্তা জানালেন মা নাতাশা ও বাবা হার্দিক

for Agastha's 4th birthday, 2 sweet notes have been shared by his Parents
for Agastha's 4th birthday, 2 sweet notes have been shared by his Parents

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ঠিক চার বছর আগে এদিনে তাঁদের ঘরে এসেছিল ছোট্ট একটি শিশু, জ্বেলেছিল আনন্দের প্রদীপ কিন্তু এখন ভাগ্যের দোষে তাঁরা বিচ্ছিন্ন আর মাঝখানে শুধু রয়ে গিয়েছে সেই শিশুটা হয়তো সেতুর মতো। ভারত থেকে অনেক দূরে সার্বিয়ায় ছেলে অগস্ত্যের জন্মদিন পালন করছেন মা নাতাশা স্ট্যানকোভিচ। এ মুহূর্তে অগস্ত্যের বাবা হার্দিক পান্ডায়া রয়েছেন শ্রীলঙ্কায়! ভারতীয় টি-২০ দলের প্রতিনিধিত্ব করছেন তিনি। 

ছেলের জন্মদিনের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ও ছোট ভিডিয়ো ভাগ করে বলেছেন মডেল-নৃত্যশিল্পী নাতাশা। মঙ্গলবার রাতে ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। কোনও ছবিতে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে চিড়িয়াখানায় অগস্ত্য, আবার কোনওটিতে মায়ের হাতের মধ্যে মুঠো করে নিজের হাত রেখেছে, একটি ছবিতে দেখা যাচ্ছে গাড়িতে কোথাও যেতে যেতে একরত্তি ঘুমিয়ে পড়েছে মায়ের কাঁধে। একটি ছোট ভিডিয়োয় অগস্ত্যকে দেখা যাচ্ছে, মায়ের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছে সে! নাতাশা ছেলের জন্য লিখেছেন একটি মর্মস্পর্শী পোস্ট। তাঁর কথায়, “আমার বুবা, তুমি আমার জীবনে এনেছ শান্তি, ভালবাসা আর আনন্দ। আমার সোনা ছেলে, তুমি আমার জীবনে আশীর্বাদ, কী মিষ্টি এবং কী স্নেহশীল... সব সময় এ রকমই থেকো তুমি। এই পৃথিবীকে তোমার নরম মনটা বদলে দিতে দেবো না আমি। সব সময় থাকব তোমার পাশে, তোমার হাত ধরে, তোমাকে খুব ভালবাসি।”

কিছু সময় আগে ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে ছবি ভাগ করেছিলেন হার্দিকও। ছেলের জন্মদিন উপলক্ষে তিনি লিখেছেন, “তুমি আমার প্রতি দিনের চালিকাশক্তি। শুভ জন্মদিন আমার দুষ্টুমির দোসর,আমার হৃদয়। আমার আগু,তোমাকে ভালবাসি।”  


You might also like!