Entertainment

8 months ago

Bhavatharini: প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ভবতারিণী

National Award Winning singer Bhavatarini (File Picture)
National Award Winning singer Bhavatarini (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জাতীয় পুরস্কারজয়ী গায়িকা এবং সঙ্গীতশিল্পী ভবতারিণী প্রয়াত হয়েছেন। প্রবীণ খ্যাতিমান সুরকার ইলাইয়ারাজার কন্যা এই ভবতারিণী। মৃত্যুকালে ভবতারিণীর বয়স হয়েছিল ৪৭ বছর। দীর্ঘদিন লিভার ক্যানসারে আক্রান্ত এই গায়িকার শ্রীলঙ্কায় আয়ুর্বেদিক চিকিৎসা চলছিল। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার শ্রীলঙ্কাতেই মৃত্যু হয় ভবতারিণীর।

জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ভবতারিণীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ও তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন, পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর সহ আরও অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ভবতারিণীর মৃত্যুতে শোকপ্রকাশ করে লিখেছেন, জাতীয় কবি সুব্রহ্মণ্য ভারতীর জীবনী নিয়ে তৈরি ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন। স্টালিন বলেন, ভবতারিণীর রেখে যাওয়া শূন্যতা থেকে যাবে। তিনি তাঁর সুরেলা কণ্ঠে শ্রোতাদের হৃদয়ে একটি বিশেষ স্থান অর্জন করেছিলেন।

You might also like!