Entertainment

1 month ago

Kabir Suman-Srijit Mukherji: ১০ বছর পরে ‘পদাতিক’-সিনেমায় ফের জুটি সৃজিত-সুমন

After 10 years, Kabir Suman again set a collaboration with Srijit Mukherji
After 10 years, Kabir Suman again set a collaboration with Srijit Mukherji

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখন একদম ভালো নেই বাংলা ইন্ডাস্ট্রি। টানা বেশ কিছুদিন ধরে পরিচালক রাহুল মুখোপাধ্যায় বনাম ফেডারেশনের ঝামেলায় বিপর্যস্ত টলি দুনিয়া। সোমবার থেকে পরিচালকদের কর্মবিরতি আশঙ্কার মেঘ আরো গাঢ় হয়েছে। সুদূর নিশ্চিতহীন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিনয়ের সঙ্গে যুক্ত প্রত্যেক কলাকুশলীরা। তার মধ্যেই এক ভালো লাগার রেশ ছড়িয়ে গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পদাতিক’-এর সৌজন্যে। খবর, পরিচালকের ছবিতে ১০ বছর পরে ফের শোনা যাবে কবীর সুমনের গান! তাঁকে যোগাযোগ করা হলে তিনি সম্মতি দিয়েছেন। 

উল্লেখ্য,সুমন-সৃজিতের যুগলবন্দি অনুরাগীরা প্রথমবার শুনেছিলেন ‘জাতিস্মর’ ছবিতে। ছবিতে গানের পাশাপাশি সুরের পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। সুমনের বক্তব্য, “সৃজিতের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক। সেই জায়গা থেকে আমার গাওয়া, লেখা এবং সুর করা ওঁর পছন্দের একটি গানের উল্লেখ করে সৃজিত আর আবদার জানায়, গানটি ‘পদাতিক’ ছবিতে ব্যবহার করতে চায়। আমি না বলিনি।” সে অনুযায়ী সুমনের লেখা, সুর করা এবং গাওয়া ‘জনতার হাতে হাতে ঘোরো তুমি নিশানের মতো’ গানটি কোনও অ্যালবামের নয়। শিল্পী গানটি রেকর্ডও করেননি। কোনও অনুষ্ঠানে সম্ভবত তাঁর কণ্ঠে পরিচালক শুনেছিলেন। এবার সৃজিতের কথা রাখতে মাস খানেক আগে তিনি ছবির জন্য গানটি রেকর্ড করেছেন আর গানের সাথে হারমোনিকাও বাজিয়েছেন! অবশ্য গানটি ছবিতে কি কোনও অভিনেতার ঠোঁটে ব্যবহৃত হবে? এ বিষয়ে জানেন না শিল্পী। তিনি জানেন, তাঁর প্রিয় পরিচালক তাঁর কাছে তাঁর গান চেয়েছেন, ব্যস এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন মনে করেননি। 

You might also like!