দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিগত কয়েকদিন আগেই বহুদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা। এমনকী ছিল পারিবারিক বাধাও। অবশেষে সবকিছু পেরিয়ে ভালবাসার জয় হয়েছিল। হিন্দু কিংবা ইসলাম রীতি মেনে নয়। রেজিস্ট্রি করেই বিয়ের পর্ব সেরেছিলেন এই জুটি। এবার সেই বিয়ের দু'মাস ঘুরতেই সামনে এল অভিনেত্রী সোনাক্ষির বাড়ি বিক্রির খবর।
সম্প্রতি নেটদুনিয়ায় এমনই এক পোস্ট ভাইরাল হয়েছে।যেখানে দেখা যাচ্ছে সোনাক্ষীর মুম্বইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।তাতে দাম ধার্য হয়েছে ২৫ কোটি। আর ওই পোস্টে আবার প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং সোনাক্ষী সিনহা। তাই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল জল্পনা। যদিও সেই বিষয়ে এখনও মুখ খুলেন নি অভিনেত্রী।