Entertainment

8 months ago

Oscar 2024 : অস্কার দৌড়ে ভারতের গল্প, মনোনয়ন পেল ‘টু কিল আ টাইগার’!

'To Kill a Tiger'  Poster (Collected)
'To Kill a Tiger' Poster (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় বংশোদ্ভূত নিশা পাহুজার তৈরি ডকুফিচার ‘টু কিল আ টাইগার’ অস্কারে সেরা ফিচার তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেল। এই তথ্যচিত্রে লড়াকু এক বাবার গল্প উঠে আসবে। যার মেয়েকে ধর্ষণ করে তিন ব্যক্তি। সন্তানের জন্য ন্যায়বিচারের লড়াইকে কেন্দ্র করেই আবর্তিত হয় ‘টু কিল আ টাইগার’। 

নিশা পাহুজা ভারতীয় কন্যা হলেও, ছোটবেলা থেকেই রয়েছেন কানাডায়। সেখানেই পড়াশুনো তাঁর। কানাডার চলচ্চিত্র নির্মাতার জন ওয়ালকার ও আলি কাজিমির সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ শুরু করেন নিশা। টোরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ সেরা কানাডিয়ান ফিচার ফিল্মের জন্য অ্যামপ্লিফাই ভয়েস অ্যাওয়ার্ড জিতেছিল ‘টু কিল আ টাইগার’। 

প্রসঙ্গত, প্রত্যাশিতভাবেই অস্কারের চূড়ান্ত মনোনয়নে দাপট দেখাল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। মোট ১৩টি মনোনয়ন পেয়েছে কিলিয়ান মারফি অভিনীত এই ছবি। এর পরই রয়েছে এমা স্টোন, মার্ক রাফালো অভিনীত ছবি ‘পুওর থিংস’। এই ছবির মনোনয়নের সংখ্যা ১১। মার্টিন স্করসেসির ড্রামা ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’ পেয়েছে ১০টি মনোনয়ন। তবে মুখ্য তালিকায় কোনও ভারতীয় ছবি জায়গা পায়নি।

এবার সেরা ছবির তালিকায় ‘ওপেনহাইমার’-এর সঙ্গে লড়ছে ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটোমি অফ আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভার্স’, ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’, ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’। সেরা পরিচালকের ক্যাটাগোরিতে মার্টিন স্করসেসির সঙ্গে লড়াই মূলত ক্রিস্টোফার নোলানের। অন্যদিকে সেরা অভিনেতার তালিকায় রয়েছেন কিলিয়ান মার্ফি, ব্রাডলি কুপার, জেফ্রি রাইটের মতো অভিনেতা। সেরা অভিনেত্রী হওয়ার জন্য লডছেন এমা স্টোন, সান্দ্রা হুলার, লিলি গ্লাডস্টোন, অ্যানেট বেনিং ও ক্যারে মুলিগান। এঁদের মধ্যে কে বাজিমাত করবেন তা জানা যাবে মার্চ মাসের ১০ তারিখে। সেদিনই অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার।

You might also like!