দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- উরফি জাভেদ,বলিপাড়া থেকে নেটপাড়া সর্বত্রই অদ্ভুত ফ্যাশনের জন্য লাইম লাইটের থাকেন। নিজের কেরিয়ার নিয়ে অত্যন্ত ফোকাসড উরফি। পোশাক হোক কিংবা নিজস্ব মতামত সবক্ষেত্রেই রাখঢাকহীন নায়িকা। এবার প্রকাশ্যে হেনস্থার শিকার হওয়ার কথা ফাঁস করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় উরফি জানান, পরিবারের সামনে ছবি তোলার সময় এই ঘটনা ঘটে। তিনি তাঁর নতুন ওয়েব সিরিজ ফলো কর লো ইয়ার প্রচার করছিলেন যখন কিশোর অশ্লীল মন্তব্যটি করে।
ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি লেখেন, 'গতকাল আমার এবং আমার পরিবারের সাথে অত্যন্ত অস্বস্তিকর কিছু ঘটেছে, একদল ছেলে পাশ দিয়ে যাচ্ছিল… তাদের মধ্যে এক কিশোর সবার সামনে চিৎকার করে আমাকে জিগ্গসে করে 'তুমি কজনের সঙ্গে শুয়েছো?'। ছেলেটির বয়স সবে ১৫ বছর। আমার মা ও পরিবারের সামনেই সে এটা করেছে। একটি পাপারাৎজি ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লেখেন,'আমার অভিব্যক্তি থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে আমি অবাক হয়ে গিয়েছিলাম !! ওই ছেলেটার মুখে ঘুষি মারতে ইচ্ছে হচ্ছিল। দয়া করে আপনার ছেলেদের মহিলাদের সম্মান করতে শেখান। ছেলেটির বাবা-মায়ের জন্য আমার খারাপ লাগছে।'