Entertainment

4 months ago

Web Series:সদ্য মুক্তি পাওয়া এই ৫ সিরিজ দেখেছেন কি

Emily in Paris 4
Emily in Paris 4

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএমিলি ইন প্যারিস ৪

ধরন: সিরিজ

স্ট্রিমিং: নেটফ্লিক্স

দিনক্ষণ: চলমান

প্যারিসে আসা এক মার্কিন তরুণীর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নির্মিত সিরিজটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়।

এবার এসেছে সিরিজটির চতুর্থ মৌসুমের প্রথম পাঁচ পর্ব। বাকি পাঁচ পর্ব মুক্তি পাবে আগামী ১২ সেপ্টেম্বর। এবারের মৌসুমেও সম্পর্ক নিয়ে দ্বিধাগ্রস্ত এমিলিকে দেখবেন দর্শক। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিলি কলিন্স।

দ্য টাইর‍্যান্ট

ধরন: সিরিজ

স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার

দিনক্ষণ: চলমান

কোরীয় অ্যাকশন থ্রিলার স্পাই সিরিজটি বানিয়েছেন পার্ক হুন-জুং। এতে অভিনয় করেছেন চা সেউং-উন, সিওন-হো, কিম কাং-উ প্রমুখ। গল্প ভাইরাস নিয়ে।দক্ষিণ কোরিয়া নিয়ে আগ্রহী যুক্তরাষ্ট্র সরকারের এক এজেন্টের গল্প নিয়ে এগিয়েছে সিরিজটি।

ইয়ে মেরি ফ্যামিলি ৪

ধরন: সিরিজ

স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও

দিনক্ষণ: চলমান

ওটিটিতে মূলত থ্রিলার সিরিজ জনপ্রিয়তা পেলেও ব্যতিক্রম এই কমেডি ড্রামা সিরিজটি। ২০১৮ সালে প্রথম মৌসুম মুক্তির পরই লুফে নিয়েছিলেন দর্শকেরা, এবার আসছে চতুর্থ মৌসুম। এতে অভিনয় করেছেন হিটাল গাডা, অঙ্গাদ রাজ, রাজেশ কুমার, জুহি পারমার প্রমুখ।

ব্যাড মাঙ্কি

ধরন: সিরিজ

স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস

দিনক্ষণ: চলমান

মিয়ামি পুলিশের সাবেক সদস্য অ্যান্ড্রু ইয়ান্সি এখন স্বাস্থ্য পরিদর্শকের কাজ করেন। হঠাৎই এক অদ্ভুত রহস্য পেয়ে তিনি তদন্ত শুরু করেন। বেরিয়ে আসে অনেক রহস্য। ব্ল্যাক কমেডি সিরিজটি নির্মিত হয়েছে কার্ল হিয়াসেনের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। বিল লরেন্সের সিরিজটিতে অভিনয় করেছেন ভিন্স ভন, এল স্কট ক্লাডওয়েল, নাতালি মার্টিনেজ প্রমুখ।

You might also like!