Entertainment

2 months ago

Virat-Anushka: হেলমেটে মুখ ঢেকে বাইক সফরে বিরুস্কা! কেন এই পন্থা?

Virat-Anushka
Virat-Anushka

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিরাট কোহলি আর অনুস্কা শর্মা কিছু কাজ করা মানেই সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই। কখনও তাদেরকে দেখা যায় একসঙ্গে ক্রিকেট খেলতে, আবার কখনও দেখা যায় শপিং মলে শপিং করতে। সম্প্রতি তেমনি এক ছবি সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে একটি বাইকে হেলমেট পরে বসে রয়েছেন বিরাট ও অনুষ্কা। 

বিরাটের পরনে সবুজ রঙে শার্ট এবং কালো ট্রাউজার। অন্যদিকে কালো টিশার্ট ও কালো ট্রাউজারে রয়েছে অনুষ্কা। হেলমেটে মুখ লোকালেও ভক্তরা কিন্তু চিনেই ফেলেছেন এই তারকা দম্পতিকে। তবে অন্য এক নেটিজেনের কথায়, ভিডিওটি পুরনো।

প্রসঙ্গত, বিরাট ও দুই সন্তানকে নিয়ে লন্ডনেই রয়েছেন অনুষ্কা! ভারতে কী আর ফিরবেন না তাঁরা? এসব নিয়ে গুঞ্জন তো বহুদিনের। এরই মাঝে এবার ভাইরাল হল অনুষ্কা ও বিরাটের একটি ভিডিও। সোশাল মিডিয়ায় যে নেটিজেনের হাত দিয়ে ভাইরাল হয়েছে এই ভিডিও। তাঁর দাবি অনুযায়ী, ভিডিওটি লন্ডনের রাস্তার।

অনুষ্কা ও বিরাটের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে শপিং ব্যাগ হাতে অনুষ্কার পিছনে পিছনে ঘুরছেন বিরাট । অনুষ্কার কিন্তু কোনও ভ্রুক্ষেপ নেই। এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, বিরাট একেবারেই বউ ন্যাওটা!

You might also like!