দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অমিতাভ বচ্চন, বলিউডের এক সফল অভিনেতা। অভিনয় দক্ষতায় সবার লাইমলাইট কেড়ে নিয়েছেন বলিউডের বিগ-বি। এবার ৮২ বছর বয়সে পা দিলেন। আর জন্মদিনেই বিগ-বি'র ঘরে এল এক নতুন অতিথি।
তিনি কিনে আনলেন বিএমডব্লিউ আই ৭ লাক্সারি সিডান। যার এই মুহূর্তে বাজারমূল্য ২ কোটি ৩ লক্ষ টাকা। গাড়ির প্রতি বরাবরই ভালবাসা রয়েছে অমিতাভের।বাড়ির সদস্যর মতোই যত্ন নেন তাঁর বিপুল সম্ভারের। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। গাড়ির রঙ ধুসর। ইতিমধ্যেই সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি।সেই ছবি ধরা পড়েছে পাপারাৎজির ক্যামেরাতেও।