Entertainment

4 months ago

Arijit Singh : আগস্টে সব অনুষ্ঠান স্থগিত করলেন অরিজিৎ, কী হয়েছে গায়কের

Arijit Singh
Arijit Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি আগস্ট মাসে পূর্বনির্ধারিত সব কনসার্ট স্থগিত করেছেন অরিজিৎ সিং। গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ খবর নিজেই জানান গায়ক।শ্রোতা–ভক্তদের কাছে ক্ষমা চেয়ে বৃহস্পতিবার গভীর রাতে একটি পোস্ট শেয়ার করেন তিনি। সেখানেই এই দুঃসংবাদ দেন গায়ক।অরিজিৎ জানান, ‘মেডিকেল ইমার্জেন্সি’র কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে অসুস্থতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি।এদিকে এই পোস্টের পর অরিজিৎ সিংয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় ভক্তদের।

অরিজিৎ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, জরুরি স্বাস্থ্যগত কারণে আমি আগস্টের সমস্ত কনসার্ট পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। আমি জানি, আপনারা অধীর আগ্রহে এই শোগুলোর জন্য অপেক্ষা করছেন।

আমি অন্তর থেকে ক্ষমাপ্রার্থী। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের একমাত্র শক্তি।’এই বিরতির পর সফর আরও সুন্দর ও সুরেলা হবে—ভক্তদের কথা দিয়েছেন অরিজিৎ সিং।

একই পোস্টে সেপ্টেম্বরে তাঁর কনসার্টের তারিখ ও জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন অরিজিৎ সিং। তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের সঙ্গে সারা জীবন মনে রেখে দেওয়ার মতো মুহূর্ত তৈরি করতে যে তিনি ব্যাকুল, তা–ও জানান গায়ক।

You might also like!