Entertainment

1 week ago

Alia Bhatt:নতুন পরিচয়ে আলিয়া

Alia Bhatt
Alia Bhatt

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅভিনেত্রী হিসেবে আলিয়া ভাটকে সবাই চেনেন। অভিনয়ের পাশাপাশি এই বলিউড তারকা যুক্ত হয়েছেন চলচ্চিত্র প্রযোজনায়।এ ছাড়া তাঁর পোশাকের ব্যবসাও আছে। তবে এবার একেবারেই ভিন্ন পরিচয়ে হাজির অভিনেত্রী। নতুন এই পরিচয়ের কথা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন আলিয়া ভাট।লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন আলিয়া ভাট। ছোটদের জন্য তিনি লিখলেন ছবির গল্পের বই ‘এড ফাইন্ডস আ হোম’।

সম্প্রতি এক অনুষ্ঠানে একঝাঁক শিশুর সঙ্গে বইটি প্রকাশ করলেন আলিয়া। অনুষ্ঠানে তিনি বইয়ের পাশাপাশি নিয়ে এসেছেন শিশুদের পোশাকের ব্র্যান্ড ‘এড-আ-মাম্মা’। আলিয়া জানিয়েছেন যে শিশুদের ছবির গল্পের বইয়ের সিরিজের ওপর তিনি কাজ করেছেন। এই সিরিজের প্রথম বই প্রকাশ করলেন অভিনেত্রী।আলিয়া তাঁর নতুন বই প্রকাশের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু।

“এড একটা বাড়ি খুঁজে পেয়েছে” এড-এ-মাম্মার মহাবিশ্ব থেকে বইয়ের একটা নতুন সিরিজের সূচনামাত্র।’ আলিয়া আরও লিখেছেন, ‘আমার শৈশব অনেক গল্প আর গল্পকার দিয়ে পূর্ণ ছিল। আমার ভেতর থেকে একদিন সেই শিশুকে বের করে আনার ও শিশুদের জন্য বই প্রকাশ করার স্বপ্ন ছিল।’

এদিনই আলিয়া তাঁর ‘প্রিয় গল্পকার’ নিজের নানাকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন। ছোটবেলার অদেখা ছবি শেয়ার করে নানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।আলিয়া লেখেন, ‘আমার প্রিয় গল্পকার... শুভ জন্মদিন নানা। তুমি ও তোমার গল্প আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।’ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে অনুষ্ঠিত শিশুদের সাহিত্য উৎসবে বইটির মোড়ক উন্মোচন করেন আলিয়া।

You might also like!