দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলা ফিল্ম ইন্ড্রাস্টির একজন অন্যতম অভিনেতা হলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ১৯ দশকে একাধিক হিট ছবিতে অসাধারণ অভিনয় দক্ষতায় মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে ৭৭ বছর বয়সী এই অভিনেতা ভর্তি হাসপাতালে।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর,হার্টে ব্লকেজ ধরা পড়েছে অভিনেতার। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বেশ অনেক দিন হয়ে গেল তিনি মুসৌরিতেই থাকেন। সেখানে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন ভিক্টর। সেখান থেকে দেরাদুনের এক হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। আইসিইউ-তে ভর্তি করানো হয় তাঁকে। তবে এখন অভিনেতার অবস্থা অনেকটা স্থিতিশীল। আপাতত তাঁকে স্থানান্তরিত করানো হয়েছে জেনারেল বেডে। এখন কিছু দিন তাঁকে হাসপাতালেই রাখা হবে। দিন তিনেক হল হাসপাতালেই রয়েছেন তিনি। চিকিত্সকেরা জানিয়েছেন এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
উল্লেখ্য ,২০২২ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। কোভিডের পর ডেঙ্গিতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময়ও ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। তার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। চিকিত্সকেরা জানিয়েছেন বিপদ কাটিয়ে সুস্থই আছেন অভিনেতা।