Entertainment

3 months ago

Teeka: পুজোয় এবার নতুন লুক! তাসের 'টেক্কা' ফেলে বন্দুক হাতে দেব

Teeka (Symbolic Picture)
Teeka (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপুজো। এবার এই আবহে অভিনব লুকে ধরা দেবে সুপারস্টার দেব। হাতে ঝাড়ু। ছাপোষা পোশাক। বাড়ির পরিচারক অবতারে ধরা দিয়েছেন দেব।সুপারস্টার সুলভ চরিত্রের খোলস ছেড়ে বছরখানেক আগে থেকেই নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন তিনি। প্রতিটা ছবিতে নিজেকে ভেঙে-গড়ে নতুন মোড়কে প্রকাশ্যে নিয়ে আসছেন। সৃজিতের ‘টেক্কা’তেও তার অন্যথা হল না। 

গত বুধবার সেই সিনেমার তিন গুরুত্বপূর্ণ চরিত্রের ঝলক দেখালেন দেব। পোস্টারে একফ্রেমে দেখা গেল, দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়। খুদে মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে দেখা গেল দেবকে। আর সেই পোস্টার শেয়ার করে সুপারস্টার লিখলেন,

“টেবিলে তাস, টেক্কা খেলা চলছে। চূড়ান্ত খেলা সবে শুরু। আপনি কি চূড়ান্ত খেলার মুখোমুখি হতে প্রস্তুত?”‘টেক্কা'  গল্পেও রয়েছে দারুণ ট্যুইস্ট! দেবকে দেখা যাবে এক বাড়ির পরিচারকের ভূমিকায়। রুক্মিণী মৈত্র থাকছেন পুলিশ অফিসারের চরিত্রে। স্বস্তিকার চরিত্রেও রহস্য। সূত্রের খবর, খবরের জগতের ঝাঁজালো চরিত্রে দেখা যাবে তাঁকে।

You might also like!