'কলঙ্কের চাকরি বাতিল হবেই। সেই জায়গায় অপেক্ষমাণ চাকরিপ্রার্থীদের তালিকা থেকে চাকরি পাবেন যোগ্য ও মেধাবীরা'। স্কুলের নিয়োগে 'ভুয়ো' জাতিগত শংসাপত্রের ব্যবহার মামলায় আবারও মন্তব্য হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। পাশাপাশি, এদিন রাজ্য সরকারকেও তীব্র ভর্ৎসনা করতে দেখা যায় বিচারপতিকে। দিনের শুনানি শেষে বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ এবং নির্দেশ, "৭ দিন চূড়ান্ত সময় দেওয়া হল জাল শংসাপত্রে চাকরিপ্রাপকদের। ৭ দিনের মধ্যে জাতি শংসাপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আবেদন করতে হবে তাঁদের। এরমধ্যেই তাঁদের জানাতে হবে, কেন তাঁদের চাকরি বাতিল করা হবে না।"
২.মহাপ্রভুর পীঠস্থানেই চলছে রঙিন ব্যবসা
সন্ধ্যা হলেই ‘সুন্দরী’ রমণীদের নাচ গান! চলছে মদ্যপান, উড়ছে টাকা। মহাপ্রভুর পীঠস্থান অদ্বৈত পাঠের ঢিল ছোড়া দূরত্বে পানশালা তৈরি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এক মাসের মধ্যেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বললেন বিধায়ক। বিষয়টি নিয়ে সরব বিরোধীরাও। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর বাবলা এলাকার। জানা গিয়েছে, শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের পাশেই একটি হোটেলে নতুন করে শুরু হয়েছে পানশালা। যেখানে বেশ কয়েকদিন ধরে সন্ধ্যা হলেই যুবতীদের আনাগোনা। চলছে গান বাজনা। আর সেখানে গ্লাসে চুমুক দিয়ে রঙিন জগতে ভেসে যাচ্ছে যুব সমাজ, দেদার উড়ছে টাকা।
রাজ্যপালের ভাষণ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ঘিরে সপ্তাহের প্রথম দিনই উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। অধিবেশন চলাকালীন অভব্য আচরণের অভিযোগে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রস্তাবও দেওয়া হল। কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে বিধানসভা কক্ষে দাঁড়িয়ে বিরোধী দলনেতা ও বিজেপির হয়ে ক্ষমা চাইলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! তারপরই বিরোধী দলনেতার সাসপেনশন মোশন প্রত্যাহার করে নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই ‘মুখ্যমন্ত্রীর উদারতা’র প্রশংসা করেই বিরোধী দলনেতার সাসপেনশন মোশন প্রত্যাহার করা হল বলে জানিয়েছেন স্পিকার। এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বিরোধীদের কাছে বার্তাবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
৪.দরজা ঠেলতেই মুখ চাওয়াচাওয়ি সকলের
এক মহিলা হোমগার্ডের রহস্যজনক মৃত্যু বেহালায়। যে বাড়িতে ভাড়া থাকতেন, সেখান থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয় সোমবার। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত তিন মাস ধরে বেহালার ভাসাপাড়া এলাকায় থাকতেন সোমা ভট্টাচার্য (৪৮) নামে ওই মহিলা। সোমবার সকলে ময়লা ফেলার জন্য তাঁর বাড়ির মালকিন তাঁকে ডাকাডাকি শুরু করেন। সেই সময় কোনও আওয়াজ পাননি। এরপরই তাঁর চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে আসেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখেন উপুড় হয়ে মেঝেয় পড়ে রয়েছেন সোমা। পাশে একটি বাটি পড়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাটিতে কীটনাশক জাতীয় কিছু খেয়েই মারা গিয়েছেন।
৫.প্রভাকরণ বেঁচে আছেন!
বেঁচে আছেন তামিল টাইগার বা এলটিটিই নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ! সোমবার (১৩ ফেব্রুয়ারি), চাঞ্চল্যকর দাবি করলেন ওয়ার্ল্ড কনফেডারেশন অব টামিলস-এর সভাপতি পি নেদুমারান। তিনি আরও দাবি করেছেন, শিগগিরই তিনি প্রকাশ্যে আসবেন। পি নেদুমারান আরও বলেন, “প্রভাকরণের অনুমতিতেই আমি এই তথ্য প্রকাশ করছি। তামিলদের জাতীয় নেতা প্রভাকরণ সম্পর্কে এই সত্য প্রকাশ করতে পেরে আমি আহ্লাদিত। তিনি একেবারে সুস্থ আছেন। গোটা বিশ্বের তামিল সম্প্রদায়কে এই খবর দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। তাঁকে নিয়ে পদ্ধতিগতভাবে যে সকল গুজব রটানো হচ্ছিল, আশা করি এই খবর প্রকাশের পর তার অবসান ঘটবে।”
৬.গুগলের অফিসে বোমাতঙ্ক
বোমাতঙ্ক এবার গুগলের অফিসে। মহারাষ্ট্রের পুনেতে গুগলের অফিসের ভিতরেই বোমা রয়েছে। একেবারে ওই অফিসে ফোন করে আতঙ্ক ছড়ায় এক ব্যক্তি। সপ্তাহের প্রথম দিন, সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো হুলস্থূল পড়ে যায় অফিস চত্বরে। পুলিশ জানায়, পুনের মুন্ধারা এলাকায় একটি বহুতলের ১১ তলে গুগলের অফিস রয়েছে। সেই অফিসেই ফোন করে বোম রয়েছে বলে আতঙ্ক ছড়ায় এক ব্যক্তি। তবে ওই ব্যক্তিকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার বিক্রান্ত দেশমুখ। মদ্যপ অবস্থাতেই ওই ব্যক্তি রবিবার রাতে গুগলের পুনের অফিসে ফোন করে বোমাতঙ্ক ছড়ায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
৭.ধ্বংসস্তূপের নীচে ১৫০ ঘণ্টা কাটালেন মৃগী রোগী
এক সপ্তাহ হয়ে গিয়েছে। গত সোমবারই গত কয়েক দশকের ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল তুরস্ক ও সিরিয়া। এক সপ্তাহ পরে এখনও চলছে উদ্ধারকাজ। দুই দেশ মিলিয়ে বর্তমানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার। তুরস্ক ও সিরিয়ায় উদ্ধারকাজের বিভিন্ন ভিডিয়ো, ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্য়াল মিডিয়ায়। কোথাও দেখা যাচ্ছে ২ মাসের শিশুকে উদ্ধার করা হচ্ছে। আবার কোথাও এই ভূমিকম্পে পরিবারের সবাইকে হারিয়ে একা কাঁদছে কোনও শিশু। এর মধ্যে গতকাল ১৫০ ঘণ্টা পর এক ব্যক্তিকে উদ্ধার করা হল কংক্রিটের চাঁইয়ের নীচ থেকে। তাঁর মৃগী রোগ রয়েছে বলেও জানা গিয়েছে।
৮.প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রীনাথ, কুম্বলেরা
কর্ণাটক সফরে গিয়ে ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরো ইন্ডিয়ার উদ্বোধনে কর্ণাটক সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। সোমবারই বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারবেসে এরো ইন্ডিয়ার উদ্বোধন করেন। রবিবার কর্ণাটকের ক্রীড়াবিদ, কন্নড় অভিনেতাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। খেলাধূলা থেকে সিনেমা- বিভিন্ন বিষয়েই তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। ভারত সরকার কি ভাবে খেলাধূলা আর সিনেজগতকে প্রাধান্য দিচ্ছেন সে বিষয়ে তিনি কথা বলেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ, অনিল কুম্বলে, ভেঙ্কটেশ প্রসাদরা উপস্থিত ছিলেন সেখানে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে ছিলেন ময়াঙ্ক আগারওয়াল, মণীশ পান্ডেরা। খেলাধূলা নিয়ে শ্রীনাথ, কুম্বলেদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন নরেন্দ্র মোদী।
আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। এ বার সব ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন বিশ্বজয়ী ইংল্য়ান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। জন্মসূত্রে আইরিশ। আয়ারল্য়ান্ডের হয়ে কয়েক বছর খেলেওছেন। পরবর্তীতে ইংল্য়ান্ডের হয়ে খেলেন। তাঁর নেতৃত্বেই ওয়ান ডে ফরম্যাটে ২০১৯ সালে একমাত্র বিশ্বকাপটি জেতে ইংল্য়ান্ড। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছিলেন ইয়ন। এ বার সব ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিলেন মাত্র ৩৬ বছর বয়সেই।
১০.সলমনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ
সলমন খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ, তাঁর বিরুদ্ধে রয়েছে গড়াপেটার অভিযোগ। তাঁর ইচ্ছেতেই নাকি অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয়েছে সেরার তকমা– অভিযোগ এমনটাই। যদিও পাল্টা যুক্তিও রয়েছে। তবে চর্চা থামছেই না। গতকাল অর্থাৎ রবিবার রাতে বিগবসের এই সিজনের বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিয়ে গিয়েছেন র্যাপার এমসি স্ট্যান। এর পর থেকেই মূলত ক্ষোভের সূত্রপাত। বিগবস অনুরাগীদের একাংশের অভিমত, কোনও দিক দিয়েই প্রথম হওয়ার সাজে না স্ট্যানের। বিজয়ীর ট্রফি প্রিয়াঙ্কা চাহারেরই প্রাপ্য ছিল, এমনটাই দাবি তাঁদের একটা বড় অংশের। প্রিয়াঙ্কা সলমনেরও বেজায় প্রিয় ছিলেন।