Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (সোমবার , ৫ জুন , ২০২৩)

top 10
top 10

 

শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী


বালেশ্বর থেকে পশ্চিমবঙ্গে এল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ৩ যাত্রীর দেহ। সোমবার সড়কপথে ওড়িশা থেকে দেহগুলি এসে পৌঁছয় এ রাজ্যে। কলকাতা প্রবেশের মুখে দ্বিতীয় হুগলি সেতুতে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল পৌনে ৪টে নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় পৌঁছয় দেহগুলি। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের তরফে মৃতদের প্রত্যেককে ৫ লাখ টাকা ও পরিবারের একজনকে হোমগার্ড এর চাকরি দেওয়া হবে। পাশাপাশি, যাঁদের অঙ্গহানি হয়েছে, তাঁদের পরিবারের একজনকে হোম গার্ড এর চাকরি দেওয়া হবে।


ওড়িশা যাচ্ছেন মমতা


আগামিকাল, মঙ্গলবার ফের ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ওড়িশার কটকের হাসপাতালে এখনও ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত এ রাজ্যে অন্তত ৩০ জন বাসিন্দা চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের খোঁজ নিতে এবং আহতদের পরিবারের পাশে দাঁড়াতেই ওড়িশা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কটকের পাশাপাশি ভুবনেশ্বরেও যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ তাঁর সঙ্গে ওড়িশায় যাচ্ছেন দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা৷ ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর হমসফর এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের মধ্যে এ রাজ্যের বাসিন্দার সংখ্যাই সবথেকে বেশি৷ ইতিমধ্যেই এ রাজ্যের ৯০ জন বাসিন্দার দেহ শনাক্ত করা হয়েছে৷ 


জোড়া ধাক্কার মুখে 'অভিষেক-জায়া'


কয়লা পাচার মামলায় ফের রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এদিন সকালে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ডেকে পাঠানোর নোটিশ পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী ৮ জুন বৃহস্পতিবার অভিষেকের স্ত্রীকে তলব করেছে ইডি। কয়লা পাচার মামলাতে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার সকালে দুবাই যেতে ‘বাধা’ দেওয়া হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে! ছেলে-মেয়ে-সহ হঠাৎ বিমানবন্দরে আটকে দেওয়া হয় অভিষেক পত্নীকে। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ক্ষুব্ধ এই ঘটনায়।


হাইকোর্টে দায়ের মামলা


সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাইরন বিশ্বাসের বিধায়ক পদ বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাটি দায়ের করেছেন হাইকোর্টের আইনজীবী সৌম্যশুভ্র রায়। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। আইনজীবী সৌম্যশুভ্র রায় এর আগে সাগারদিঘির বিধায়কের পদ খারিজ নিয়ে নির্বাচন কমিশন ও বিধানসভার অধ্যক্ষকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে আইনজীবীর বক্তব্য ছিল, দলবদলের পর বিধায়ক পদও যেন বাতিল করা হয় তাঁর। চিঠির উত্তর না পেলে মামলা করবেন বলেও জানিয়েছিলেন আইনজীবী সৌম্যশুভ্র। সূত্রের খবর, নির্বাচন কমিশন ও অধ্যক্ষের তরফ থেকে সেইমতো উত্তর না মেলায় আদালতের দ্বারস্থ হন সৌম্যশুভ্র।


 IED বিস্ফোরণ


ফের নিরাপত্তারক্ষীদের নিশানা করে নাশকতার ঘটনা ঘটল। এবার ছত্তীসগঢ়ের বিজাপুরে গাংগালুর থানা এলাকায় IED বিস্ফোরণ ঘটল। CRPF ক্যাম্প নিশানা করে নকশালরাই IED বিস্ফোরণ ঘটিয়েছে বলে ছত্তীসগঢ় পুলিশের দাবি। বিজাপুরের এসপি জানান, সোমবার সকালে গাংগালুর থানার অদূরে IED বিস্ফোরণে CRPF-এর ২ জওয়ান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা রায়পুর হাসপাতালে ভর্তি। এই বিস্ফোরণের পিছনে জঙ্গিদেরই হাত রয়েছে বলে ছত্তীসগঢ় পুলিশের দাবি। বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। আর কোথাও কোনও বিস্ফোরক রয়েছে কিনা তার খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে বলে ছত্তীসগঢ় পুলিশের তরফে জানানো হয়েছে।


সরে দাঁড়ালেন সাক্ষী-বজরংরা!


কুস্তিগিরদের আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগতরা। দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের মধ্যে অন্যতম নেতৃত্বে ছিলেন এই তিন কুস্তিগির। রিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন সাক্ষী। বজরং পুনিয়াও টোকিও অলিম্পিকে পদক জেতেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ঈর্ষণীয় রেজাল্ট রয়েছে বিনেশ ফোগাতেরও। তিন কুস্তিগিরই সরে দাঁড়ালেন আন্দোলন থেকে। প্রথম দিন থেকেই আন্দোলনের প্রধান মুখ ছিলেন এই তিন কুস্তিগির। আন্দোলন ছেড়ে অফিসের কাজে যোগ দিলেন সাক্ষী, বজরংরা। এক মাসেরও বেশি সময় ধরে দিল্লিতে আন্দোলন চালান কুস্তিগিররা। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন কুস্তিগিররা। এমনকি ফেডারেশনের সভাপতিকে অপসারণের দাবিও তোলেন বিনেশ ফোগত, বজরং পুনিয়ারা।


বিস্ফোরক অভিযোগ ইমরানের


পাকিস্তানের সেনাবাহিনী চায় না তাঁর দল পাকিস্তানের সাধারণ নির্বাচনে জিতুক। বদলে সেনা চায় দুর্বল সরকার। যারা সেনার তাঁবেদারি করবে। পাক সেনাবাহিনীকে এ ভাবেই আক্রমণ করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। শুক্রবার ব্লুমবার্গকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ইমরান খান। লাহোরের বাড়ি থেকে দেওয়া সেই সাক্ষাৎকারে বর্তমান পাক সরকার ও পাক সেনাবাহিনীর বিরুদ্ধে তোপ দেগেছেন ইমরান। তাঁর অভিযোগ, এ বছর অক্টোবরে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়া উচিত। কিন্তু সেই নির্বাচনে তাঁর দলের প্রতিদ্বন্দ্বিতা রুখতে দলকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ ইমরানের।


লাল-হলুদে ফিরছেন খাবরা


বিদেশি ফুটবলারদের কার্যত ফাইনাল করে নেওয়ার পর দেশীয় ফুটবলারদের নেওয়ার কাজে জোর বাড়িয়েছে ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভার সঙ্গে আগেই চুক্তি করেছিল ক্লাব। সিভেরিও, বোরহা, ক্রেসপোদের সঙ্গেও চুক্তি প্রায় পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল। দেশীয় ফুটবলারদের মধ্যে নন্দ কুমার লাল-হলুদের পথে। গত বছর ওড়িশার জার্সিতে বেশ ভালো পারফর্ম করেন নন্দ কুমার। এ দিকে কয়েকদিন আগেই ১১ জন ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা সরকারি ভাবে ঘোষণা করে ইস্টবেঙ্গল। অমরজিৎ সিং, হিমাংশু জ্যাংরা, হাওকিপদের ছেড়ে দেয় লাল-হলুদ। স্টিফেন কনস্ট্যান্টাইনের কোচিংয়ে সে ভাবে খেলার সুযোগও পাননি অমরজিৎ। ভালো দল গড়তে চুপিসারেই দলগঠনের কাজ করছে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের পাঠানো লিস্ট মেনেই টিম তৈরি হচ্ছে। 


ফুটবলকে বিদায় জানালেন জ্লাটন


ভেরোনার বিরুদ্ধে ৩-১ জেতার পর চলছিল সেলিব্রেশন। তাতে হঠাৎই বিষাদের সুর ছড়িয়ে দিলেন তারকা জ্লাটন ইব্রাহিমোভিচ। টিমের উৎসবের মাঝেই অবসর ঘোষণা করে দিলেন সুইডেনের তারকা। জুনেই এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইব্রার। তা আর নবীকরণের গল্প নেই। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জমানাতেই ইব্রা আলাদা করে চিনিয়েছিলেন নিজেকে। গোলের খিদে, টিমের প্রতি দায়বদ্ধতা, বারবার ফিরে আকাঙ্খার জন্যই বিশ্ব ফুটবল মনে রাখবে তাঁকে। ৪১ বছরের ইব্রা খুব তাড়াতাড়ি ফুটবল থেকে সরে দাঁড়াতে পারেন, এমনই মনে করা হচ্ছিল। এই মরসুমেই যে তিনি বুট তুলে রাখবেন, তা অবশ্য ভাবা যায়নি। 


ধিক্কার জাহ্নবী-খুশিকে


চরম কটাক্ষের মুখে পড়তে হল শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুরকে। তাঁদের অপরাধ বাবা বনি কাপুরের সঙ্গে ‘খোলামেলা’ ছবি দিয়েছেন তাঁরা। উড়ে এল একের পর এক কটাক্ষ। নানা কুৎসিত মন্তব্যে প্লাবিত হল সোশ্যাল মিডিয়া। একটি ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতেই দেখা হয়েছে নীল পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন বনি কাপুর। চোখে রয়েছে কালো রঙের চশমা। তাঁর দুই পাশে দুই মেয়ে। জাহ্নবী নিজেকে মুড়েছেন তোয়ালেতে। অন্যদিকে খুশি কাপুর পরেছেন বিকিনি। যদিও উপরে এক স্বচ্ছ সাদা শার্টও জড়িয়ে নিয়েছেন। কিন্তু নেটিজেনরা তাতে খুব একটা খুশি নন।

You might also like!