জয়পুর, ১৩ আগস্ট : রাজস্থানের দৌসা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন, যার মধ্যে রয়েছে ৭ শিশু ও ৩ জন মহিলা। বুধবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে। খাটু শ্যামজির মন্দির থেকে ফেরা ভক্তদের নিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। যার জেরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। এমনটাই স্থানীয় সূত্রে খবর। এই ঘটনার জেরে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
দৌসার জেলাশাসক দেবেন্দ্র কুমার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য জয়পুরে রেফার করা হয়েছে এবং ৩ জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন।