দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের ইসকন সংগঠক চিন্ময়কৃষ্ণ দাসকে প্রকাশ্যে সমর্থন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “কোনো নেতা উঠে এলেই তার নামে কুৎসা প্রচার বহু প্রাচীন রাজনৈতিক অপকৌশল। নোয়াখালীতে ১৯৪৬ সালের পাইকারি হিন্দুহত্যার ৭৮ বছর পরে, এবং ধীরেন দত্ত, সতীন সেন প্রভৃতি হিন্দু নেতাদের হত্যার পরে, পূর্ব বাংলায় যখন চিন্ময়কৃষ্ণ দাসের মত একজন হিন্দু নেতার উদয় হয়েছে তখন তার বিরুদ্ধে কাঠমোল্লারা রটনার আশ্রয় নেবে, এ আর বিচিত্র কী ? বিশেষ করে যখন ইসলাম যতটা ধর্ম ততটাই রাজনীতি।”
প্রসঙ্গত, সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত সংগঠক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।