দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, মহারাষ্ট্রের জনগণের সরকারকে কোটি কোটি টাকা দিয়ে চুরি করা হয়েছিল। মহারাষ্ট্রের আমরাবতীতে এক নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেছেন, এখন মহারাষ্ট্রের প্রতিটি মানুষ জানেন, কেন সেই সরকার চুরি হয়েছিল। ধারাভির কারণে এমনটা করা হয়েছিল, কারণ বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহের লোকজন ধারাভির জমি, মহারাষ্ট্রের দরিদ্রদের জমি, তাদের বন্ধু গৌতম আদানিকে ১ লক্ষ কোটি টাকার বিনিময়ে দিতে চেয়েছিল, সে কারণেই মহারাষ্ট্রের সরকার ছিনিয়ে নেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, দেশে দুই মতাদর্শের লড়াই চলছে। একদিকে ইন্ডি জোট, অন্যদিকে বিজেপি। আমরা বলি সংবিধান দিয়ে দেশ চালাতে হবে, আর নরেন্দ্র মোদী বলছেন সংবিধান একটা ফাঁপা বই, তাতে কিছুই লেখা নেই। এই বই বিজেপির লোকজনদের জন্য ফাঁপা হবে, কিন্তু আমাদের জন্য এটি এই দেশের ডিএনএ।"