নয়াদিল্লি, ১৬ নভেম্বর : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশ্বস্ত করেছেন, আগামী ৫ বছরে মুম্বইবাসীদের যাতায়াতের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হবে। তিনি জানান, মহারাষ্ট্রে বিভিন্ন রেল প্রকল্পে ১,৬৪,৬০৫ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। তিনি যোগ করেছেন, বিভিন্ন মেট্রো প্রকল্পে রাজ্যে ১,১০,০০০ কোটি বিনিয়োগ করা হচ্ছে।
নতুন রেললাইন প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে ৬ হাজার কিলোমিটার নতুন ট্র্যাক বসানো হচ্ছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ১৩২টি রেলস্টেশন উন্নত করা হচ্ছে। রেলমন্ত্রী বৈষ্ণব বলেছেন, মুম্বইতে ৩২০ কিলোমিটার ট্র্যাক স্থাপন করা হচ্ছে এবং মুম্বইতে ১৬ হাজার কোটিরও বেশি বিনিয়োগ করা হচ্ছে। তিনি জানান, কাভাচ ৫.০ মুম্বইতে বাস্তবায়িত হবে।