Country

4 hours ago

Delhi pollution: যমুনার জলের অবস্থা খারাপই, কালিন্দী কুঞ্জে ভেসে বেড়াচ্ছে বিষাক্ত ফেনা

Delhi pollution
Delhi pollution

 

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : দিল্লিতে যমুনা নদীর উপর বিষাক্ত ফেনা ঘিরে উদ্বেগ ক্রমে বৃদ্ধি পাচ্ছে। কালিন্দী কুঞ্জের কাছে যমুনা নদীতে ভাসছে বিষাক্ত ফেনা। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে নদীবক্ষ। দিল্লিতে যমুনার জলে রবিবার সকালেও দূষণের দৃশ্য ধরা পড়ল। বিগত কয়েকদিনের মতো রবিবারও দেখা যায়, যমুনার জল সাদা ফেনায় ঢেকে গিয়েছে।

রবিবার সকালেও দিল্লিতে বাতাসের গুণগতমান ছিল খারাপ, রাজধানী দিল্লি ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। এই দূষণের মধ্যেই যমুনা নদীর জলে দেখা গেল বিষাক্ত ফেনা। দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে। যা রীতিমতো চিন্তাজনক।

You might also like!