Technology

1 week ago

ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি, 2000 টাকা ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার সহ দাম কত? কী কী ফিচার রয়েছে?

Infinix Note 40X 5G
Infinix Note 40X 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেশি স্টোরেজ এবং মাল্টিটাস্কিং হিসেবে একটি নতুন স্মার্টফোন কিনতে চান, তবে Infinix Note 40X 5G একটি ভাল বিকল্প হতে পারে। ইনফিনিক্স তার নতুন ইনফিনিক্স নোট 40এক্স 5জি ফোনটি গত 5 অগাস্ট লঞ্চ করেছে। সস্তা দাম হওয়া সত্বেও ইনফিনিক্স ফোনটি দুর্দান্ত ক্যামেরা,বর্তমানে এই বাজেট ফোনের দামে লঞ্চ প্রাইসের ওপর 2,000 টাকা ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। যারা একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি সুন্দর অপশন হতে পারে। নিচে এই ফোনের ডা, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Infinix Note 40X 5G ফোনের অফার এবং দাম

কোম্পানি তাদের Infinix Note 40X 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করেছিল। বর্তমানে এই দুটি মডেলের দামেই অফার পাওয়া যাচ্ছে।

ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেল কিনলে 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে ফোনটি কেনার সময় খরচ হবে মাত্র 13,999 টাকা। এই ফোনটির লঞ্চ প্রাইস ছিল 15,999 টাকা।

একইভাবে 8GB RAM + 256GB স্টোরেজ মডেলটি 1,000 টাকা ছাড় দিয়ে 13,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই মডেলের লঞ্চ প্রাইস 14,999 টাকা।

ব্যাঙ্ক অফার হিসাবে ব্র্যান্ডের পক্ষ থেকে এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ফুল বা EMI ট্রানজংকশন পেমেন্ট করলে 1,250 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাবহার করলে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে।

নো কস্ট ইএমআই এর ক্ষেত্রে Infinix Note 40X 5G ফোনটি 3 থেকে 6 মাসের সহজ কিস্তির বিনিময়ে কেনা যাবে।

পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করে 8,450 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

এই ফোনটি লাইম গ্রীন, পাম ব্লু এবং স্টার লাইট ব্ল্যাক কালার অপশনে সেল করা হয়।

Infinix Note 40X 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: নতুন Note 40X 5G স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz ডায়নেমিক রিফ্রেশ রেট, 500নিটস ব্রাইটনেস, ডায়নেমিক বার ইন্টারেক্টিভ ইউআই এবং পাঞ্চ হোল ডিজাইন যোগ করা হয়েছে।

প্রসেসর: দুর্দান্ত 5G স্পীড এবং প্রসেসিঙের জন্য এই ফোনটিতে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই Note 40X 5G স্মার্টফোনটিতে 12GB RAM +256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Infinix Note 40X 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে AI ফিচারযুক্ত কার্ভ LED ফ্ল্যাশ সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং AI লেন্স সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 40X 5G ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই স্মার্টফোনটিতে মাল্টি ফাংশন এনএফসি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.2, ওটিজি সাপোর্ট, দুর্দান্ত কানেক্টিভিটির জন্য 10 5জি ব্যান্ড সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

ওএস: Infinix Note 40X 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14 সহ কাজ করে।


You might also like!