West Bengal

1 month ago

Weather Update: গ্রাম বাংলায় হিমেল পরশ, বীরভূম ও পুরুলিয়ায় কুয়াশার চাদর

weather Update in Birbhum and Purulia
weather Update in Birbhum and Purulia

 

কলকাতা, ৪ নভেম্বর : নভেম্বরের প্রথম সপ্তাহেই হালকা হিমেল পরশ ভালোই মালুম হচ্ছে বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় গত কয়েকদিন ভোরে দেখা যাচ্ছে কুয়াশার আস্তরণ। সোমবার সকালেও কুয়াশার চাদরে ঢাকা পড়ল বীরভূম ও পুরুলিয়া-সহ বিভিন্ন জেলা। দিনকয়েক আগেও বহু বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত জন্ত্র চলেছে। কিন্তু গত এক সপ্তাহে আবহাওয়ার ছবিতে কিছুটা বদল এসেছে। এসি চালানোর মতো গরম উধাও। তবে, সকালের দিকে আবহাওয়া মনোরম থাকলেও, বেলা বাড়তেই গরম অনুভূত হচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে।

অন্যদিকে, এদিন জেলায় জেলায় সকালে কুয়াশার আচ্ছাদন ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া তো বটেই, এমনকী হাওড়া জেলার প্রত্যন্ত এলাকাগুলোতেও কুয়াশা দেখা গিয়েছে। সকালের দিকে হিমেল হাওয়া টের পাওয়া গিয়েছে কলকাতাতেও।

You might also like!