Country

3 hours ago

Bihar Politics: ভোটার অধিকার যাত্রার ষষ্ঠ দিন, জামালপুরে মুসলিম বিদ্বানদের সঙ্গে সাক্ষাৎ রাহুল ও তেজস্বীর

Voter Adhikar Yatra in Bihar
Voter Adhikar Yatra in Bihar

 

জামালপুর, ২২ আগস্ট : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে "ভোটার অধিকার যাত্রা" শুক্রবার ষষ্ঠ দিনে পড়ল। এদিন সকালে বিহারের জামালপুরে মুসলিম বিদ্বানদের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার সকালে মুঙ্গেরের জামালপুরে এসে পৌঁছন। সেখান থেকেই শুরু হয় "ভোটার অধিকার যাত্রা"।

এরই ফাঁকে জামালপুরে মুসলিম বিদ্বানদের সঙ্গে কথা বলেন রাহুল ও তেজস্বী। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল এদিন "ভোটার অধিকার যাত্রা"-য় অংশ নিয়ে বলেন, "আমি মনে করি সুপ্রিম কোর্ট বিহারকে ন্যায়বিচার দেবে। এটাই সাধারণ অনুভূতি। বিহারে এসআইআর সম্পর্কিত প্রকৃত সমস্যা রয়েছে। রাহুল জি এবং তেজস্বী জি যখন বিহারে যাত্রা করছেন, তখন জনগণ তাঁদের কাছে পোক্ত প্রমাণ-সহ অভিযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি কতজন প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে ন্যায়বিচার আশা করছি।"

You might also like!