Country

2 days ago

Nayab Singh Saini : দিল্লিতে বিজেপির জয় উদযাপন করলেন সাইনি, বিঁধলেন কেজরিওয়ালকে

Nayab Singh Saini
Nayab Singh Saini

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় উদযাপন করলেন হরিয়ানায় মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। রবিবার সকালে দিল্লিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি দলীয় কর্মীদের মধ্যে জিলিপি বিতরণ করেন। পাশাপাশি এদিন তিনি আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে ২০২৫-এর ভোটে ৪৮টি আসনে জিতেছে বিজেপি।

হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি বলেছেন, কেজরিওয়াল বলেছিলেন, তিনি দরিদ্রদের সন্তানদের ডাক্তার ও ইঞ্জিনিয়ার করবেন, কিন্তু তার পরিবর্তে মদের দোকান খুললেন। সাইনি আরও বলেছেন, ২৭ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির জনগণ আমাদের ঐতিহাসিক বিজয় দিয়েছে। গত ১০ বছর ধরে এমন একটি সরকার ছিল যারা সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। তারা কখনওই মানুষকে প্রধানমন্ত্রী মোদীর দ্বারা পরিচালিত স্কিমগুলির সুবিধা নিতে দেয়নি, তারা সবসময় মিথ্যা বলেছে। তিনি (অরবিন্দ কেজরিওয়াল) বলেছেন, তিনি পরিষ্কার জল দেবেন, যমুনা পরিষ্কার করবেন। তিনি কখনওই কিছু করেননি এবং পরিবর্তে সর্বদা অন্যকে দোষারোপ করেন।

You might also like!