Country

6 hours ago

Rajasthan:রাজস্থানে জাতীয় সড়কে বাস উল্টে আহত ৩০ জনের বেশি যাত্রী

bus overturns in Rajasthan,
bus overturns in Rajasthan,

 

বেওয়ার, ১০ আগস্ট : ভোরের জাতীয় সড়ক। হরিদ্বার থেকে ফিরছিল যাত্রী বোঝাই বাস। রবিবার ভোরে রাজস্থানের গোলচত্বরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই উল্টে যায়ফেটে যায় বাসের একটি টায়ারও। মুহূর্তের মধ্যে ছিটকে পড়েন যাত্রীরা।

জানা গেছে, দুর্ঘটনায় আহত হন ৩০ জনের বেশি যাত্রী। গুরুতর আহত ১৮ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাস চালক ও কন্ডাক্টর পলাতক। তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ

You might also like!