Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

6 days ago

Cold Wave Alert: উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডা, কুয়াশায় দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা

7 flights cancelled, 36 delayed at Delhi airport
7 flights cancelled, 36 delayed at Delhi airport

 

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : জাঁকিয়ে ঠান্ডা পড়েছে জাতীয় রাজধানী দিল্লিতে। কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র দিল্লি-এনসিআর। পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। বাড়ছে কুয়াশার দাপটও। সোমবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। কুয়াশার কারণে দিল্লিতে এদিনও ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। দিল্লির বাতাসের গুণগতমান এখনও মন্দ পর্যায়েই রয়েছে। এদিন সকালে দিল্লির অনেক স্থানেই বাতাসের গুণগতমানের সূচক ছিল ২৫০-এর ঊর্ধ্বে। আইটিও, অক্ষরধাম প্রভৃতি এলাকায় বাতাসের গুণগতমান ছিল মন্দ থেকে খুব মন্দ পর্যায়ে। আইটিও-তে একিউআই ছিল ২৫৬ এবং অক্ষরধাম এলাকায় ২৯৪।

You might also like!