শিমলা, ৪ সেপ্টেম্বর : প্রকৃতির ধ্বংসযজ্ঞ চলছে হিমাচল প্রদেশে; এখনও পর্যন্ত বৃষ্টি ও বন্যায় মৃত্যু হয়েছে ৩৪১ জনের। ক্ষতিও অপ্রত্যাশিত। গত ২০ জুন থেকে এযাবৎ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৩,৫২,৫৪১ লক্ষ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। ভারী বৃষ্টিতে একের পর জেলায় ভূমিধসের ঘটনা ঘটছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বহু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রয়েছে। টানা বৃষ্টিপাতের জেরে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হিমাচল প্রদেশ সরকার ৭ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে। হিমাচলের সোলান ও সিরমাউর জেলা ছাড়াও শিমলা, মান্ডি, উনা, হামিরপুর, বিলাসপুর, কাংড়া, কুল্লু ও লাহৌল ও স্পিতিতে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।