Country

17 hours ago

Leh violence: হিংসার পর পঞ্চম দিনেও থমথমে লেহ, বিধিনিষেধ এখনও কার্যকর

Main market of Leh wears a deserted look and shops remained closed a day after violence
Main market of Leh wears a deserted look and shops remained closed a day after violence

 

লেহ, ২৮ সেপ্টেম্বর : হিংসার পর পাঁচ দিন হয়ে গেল, এখনও থমথমে রয়েছে লেহ। বিধিনিষেধও কার্যকর রয়েছে। গত ২৪ সেপ্টেম্বর হিংসাত্মক ঘটনায় অশান্ত হয়ে ওঠে লেহ, এরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধিনিষেধ জারি রয়েছে। লেহ-তে আধাসামরিক বাহিনী টহল চলছে। লেহ শহরে হিংসার পর পঞ্চম দিনেও, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় লাদাখের কোথাও থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বজায় রাখতে ও শান্তি ফিরিয়ে আনতে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে, সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে মুদি ও সবজির দোকান নির্দিষ্ট সময়ের জন্য খোলার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া মিটিং, মিছিল এখন করা যাবে না।

You might also like!