কচ্ছ, ২৪ আগস্ট : অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীকে পাকড়াও করলো সীমান্ত রক্ষী বাহিনী। বাজেয়াপ্ত করা হয়েছে মাছ ধরার নৌকাও। রবিবার সকালে বিএসএফ জানিয়েছে, গুজরাটের কচ্ছ জেলায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছে ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীকে পাকড়াও করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে সমুদ্রসীমা অতিক্রম করায় শনিবার সকালে তাদের পাকড়াও করা হয়। বিএসএফ আরও জানিয়েছে, একটি ইঞ্জিনযুক্ত নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে এবং মৎস্যজীবীদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।