নয়াদিল্লি, ২৭ আগস্ট : আগামী ৩-৪ দিন উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় ছত্তিশগড়, মহারাষ্ট্র ও ওড়িশার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও বৃষ্টি হবে। এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পঞ্জাব, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, কর্ণাটক, কেরল এবং মাহে, কোঙ্কন এবং গোয়াতে আগামী ৪ দিন একই রকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় দিল্লি-এনসিআরের বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে।