Country

2 months ago

kedarnath Dham : কেদারনাথ রুটে অবিরাম বৃষ্টি, চারধাম যাত্রায় আগত পুণ্যার্থীদের জন্য পরামর্শ ডিজিপি-র

kedarnath Dham (symbolic picture)
kedarnath Dham (symbolic picture)

 

দেহরাদূন, ১ আগস্ট : কেদারনাথ রুটে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। আশঙ্কা রয়েছে দুর্যোগের, এরই প্রেক্ষিতে কেদারনাথ ধামে আগত পুণ্যার্থীদের জন্য বিশেষ পরামর্শ জারি করা হয়েছে। এছাড়াও চারধাম যাত্রায় আগত পুণ্যার্থীদের সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন উত্তরাখণ্ডের ডিজিপি অভিনব কুমার। গাড়োয়াল বিভাগের কমিশনার জানিয়েছেন, আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা লাল সতর্কতার প্রেক্ষিতে, চারধাম তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট নিজ নিজ জেলায় পৌঁছে যাওয়া তীর্থযাত্রীদের পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। হরিদ্বার এবং ঋষিকেশে অবস্থিত রেজিস্ট্রেশন কেন্দ্রগুলিতে বৃহস্পতিবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

কেদারনাথ ধাম যাত্রা পথে অবিরাম বৃষ্টি হচ্ছে। দর্শনের জন্য আগত ভক্তদের নিরাপদ স্থানে থামার জন্য অনুরোধ করা হয়েছে। ভীমবালি চৌকির ওপারে রাস্তা অবরুদ্ধ। ২০০ তীর্থযাত্রীকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। দোকান খালি করা হয়েছে।


You might also like!