Country

1 week ago

CM Khandu: মন্ত্রিপরিষদের সঙ্গে সংঘবদ্ধভাবে রাজ্যের উন্নয়নে কাজ করবেন, শপথ নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী খান্ডু

Chief Minister Khandu vowed to work for the development of the state
Chief Minister Khandu vowed to work for the development of the state

 

ইটানগর, ১৩ জুন: মন্ত্রিপরিষদের সঙ্গে সংঘবদ্ধভাবে রাজ্যের উন্নয়নে কাজ করবেন। রাজ্যের জনগণের আস্থা বজায় রেখে উন্নয়নের গতি আরও বাড়াবেন। আজ বৃহস্পতিবার রাজ্যের একাদশ তথা টানা তৃতীয় মেয়াদের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে বলেছেন পেমা খান্ডু।

শপথগ্রহণ অনুষ্ঠানের পর আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপির ওপর আস্থা, বিশ্বাস এবং ভরসা রাখায় রাজ্যের সর্বস্তরের জনতার প্রতি কৃতজ্ঞ তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রিপরিষদ অরুণাচল প্রদেশের অখণ্ডতা রক্ষার পাশাপাশি বিজেপির ইস্তাহারে প্রদত্ত প্রতিশ্রুতি পালন করবে।’

তিনি বিজেপির প্রতি আস্থা রেখে আবার তাঁদের নির্বাচিত করার জন্য রাজ্যের জনগণের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতা-কার্যকর্তাকেও ধন্যবাদ জানিয়েছেন।

You might also like!