Country

3 months ago

Yogi Adityanath and Mohan Bhagwat:ভোট বিপর্যয়ে এবার আরএসএস প্রধানের সঙ্গে যোগীর বৈঠকে

Yogi Adityanath and Mohan Bhagwat
Yogi Adityanath and Mohan Bhagwat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে গতকাল  রাজ্যের গোরখপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ভারতের প্রধান হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত।আলোচনায় একটা বড় অংশ জুড়ে ছিল সম্প্রতি লোকসভা ভোট এবং উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি। রামমন্দির প্রতিষ্ঠার মতো ঘটনার পরও কীভাবে লোকসভায় বিজেপির ফল খারাপ হল, তা নিয়ে আলোচনা হয়।

সূত্রের খবর, উত্তরপ্রদেশে বিজেপির ফলের জন্য মোদি-শাহর পাশাপাশি যোগীকেও কাঠগড়ায় তুলেছেন সংঘপ্রধান। বিজেপি নেতাদের ঔদ্ধত্যকে নিশানা করেছিলেন তিনি। রীতিমতো, অসন্তোষের সুরে সংঘপ্রধানকে বলতে শোনা গিয়েছে, যেভাবে রামমন্দির নির্মাণকে একটি রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল, তা সাধারণ মানুষ মোটেই ভালোভাবে নেয়নি। হিন্দু ভোট ব্যাঙ্ককে কাজে লাগাতে গিয়ে যেভাবে রামমন্দির নির্মাণ করেছেন, তার ফল হয়েছে উল্টো।

প্রসঙ্গত, কিছুদিন আগেই লোকসভা ভোটের ফল নিয়ে মুখ খুলেছিলেন ভাগবত। তিনি জানিয়েছিলেন, “ভোট ময়দানে লড়তে নেমে বহু নেতাই তাঁদের সহযোদ্ধার বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছেন। এতে শুধু যে সৌজন্যের সীমাই লঙ্ঘিত হয়েছে তা নয়, বরং নির্বাচনী যে সমস্ত নীতি রয়েছে লঙ্ঘন হয়েছে তা-ও।” অপর আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারকে বলতে শোনা গিয়েছিল, “২০২৪ সালে গণতন্ত্রের উৎসবের মাধ্যমেই রামের ন্যায়বিচার দেখা যেতে পারে। ভগবান রামের উপাসকরা অহংকারী হয়ে ওঠার ফল ভুগেছে। ওই দল যা ভোট যা ক্ষমতা পেতে পারত, তাদের দম্ভের কারণে সেটা পেতে দেননি ভগবান রাম।” আর এবার সংঘপ্রধানের নিশানায় মোদির অন্যতম ‘প্রিয়পাত্র’ যোগী আদিত্যনাথ।

You might also like!