Country

1 week ago

Yeddyurappa faces CID:সিআইডি-র মুখোমুখি হলেন ইয়েদুরাপ্পা, আক্ষেপ প্রকাশ প্রবীণ বিজেপি নেতার

Yeddyurappa faces CID
Yeddyurappa faces CID

 

বেঙ্গালুরু, ১৭ জুন : পকসো মামলায় সোমবার সিআইডি-র মুখোমুখি হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। সোমবার সকালে বেঙ্গালুরুর বাড়ি থেকে বেরিয়ে সোজা সিআইডি দফতরে যান ইয়েদুরাপ্পা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি সিআইডি-র মুখোমুখি হচ্ছি।

ইয়েদুরাপ্পা এদিন আক্ষেপ প্রকাশ করে বলেছেন, "রাজ্যের মানুষ ইতিমধ্যেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মূল্যবৃদ্ধির কারণে মানুষ সমস্যার সম্মুখীন। রাজ্য সরকারের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত একটি অপরাধ। রাজ্য সরকারের উচিত অবিলম্বে নিজস্ব সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া।"

এদিকে, ইয়েদুরাপ্পার সিআইডি-র মুখোমুখি হওয়া প্রসঙ্গে তাঁর ছেলে তথা কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র বলেছেন, "আদালতের ওপর আমাদের আস্থা আছে। তিনি তদন্তকারী সংস্থার মুখোমুখি হচ্ছেন, যা বলার সেখানেই বলবেন, চিন্তার কিছু নেই।" উল্লেখ্য, এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে।

You might also like!