Game

3 months ago

Euro championship match: ইউরো চ্যাম্পিয়নশিপ : দারুণ জয়ে ইউরো অভিযান শুরু করল প্রাক্তন চ্যাম্পিয়নরা

Euro Championship: The former champions started their Euro campaign with a great win
Euro Championship: The former champions started their Euro campaign with a great win

 

হামবুর্গ, ১৭ জুন: দারুণ জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১৯৮৮র চ্যাম্পিয়ন ডাচরা শুভসূচনা করল। হামবুর্গে রবিবার ‘ডি’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে রোনাল্ড কুমানের দল। আদাম বুকসার গোলে পোল্যান্ড এগিয়ে যাওয়ার পর ডাচদের হয়ে সমতা টানেন কোডি হাকপো। জাতীয় দলের হয়ে ২৫ ম্যাচে হাকপোর গোল হলো ১০টি। ৮১ মিনিটে ব্যবধান গড়ে দেন ভেহর্স্ট।নেদারল্যান্ডসের হয়ে সবশেষ ১০ ম্যাচে এটি তার সপ্তম গোল।

পুরো ম্যাচে ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে ডাচরা গোলের জন্য ২১টি শট নেয়। তবে গোল লক্ষ্য করে শট ছিল ৪টি। পোল্যান্ডের ১২ শটের ৭টি লক্ষ্যে ছিল।তবে পোল্যান্ডের দুর্ভাগ্য হ্যামস্ট্রিং চোটের কারণে দলের রেকর্ড গোল স্কোরার রবের্ত লেভানদোভস্কিক খেলতে পারেননি। ডাচরা পোল্যান্ডের বিপক্ষে এই নিয়ে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকল । ৮ জয়, ৫ ড্র করল তারা। ডাচদের বিপক্ষে পোলিশদের শেষ জয় সেই ১৯৭৯ সালে, ইউরোর বাছাইয়ে। ডি’ গ্রুপে আছে দুবারের ইউরো ও বিশ্বকাপ জয়ী ফ্রান্স ও অস্ট্রিয়া।


You might also like!