Health

1 week ago

Diabetes in Children: শিশুরাও জর্জরিত এই রোগে! লক্ষণ কি কি হতে পারে?

Diabetes in Child (File Picture)
Diabetes in Child (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডায়াবিটিস মারাত্মক ভাবে বেড়ে গিয়েছে শিশু ও কমবয়সিদের মধ্যে। প্রাপ্তবয়স্করাই এই রোগের শিকার হন বলে মনে করা হত একটা সময়। তবে এখন শৈশবেই হানা দিচ্ছে ডায়াবিটিসের মত অসুখ। কম বয়সে বাড়তি ওজন, বাইরের খাবার খাওয়ার অভ্যাস, শরীরচর্চা না করা- মূলত এই কারণগুলিকেই এর কারণ হিসেবে তুলে ধরছেন বিশেষজ্ঞরা।

জেনে নেওয়া যাক, শিশুর শরীরে যদি ডায়াবিটিস বাসা বাঁধে, তা হলে তার কী কী লক্ষণ দেখা দেয়।

১. ঘন ঘন প্রস্রাব, গলা শুকিয়ে যাওয়া এই রোগের অন্যতম লক্ষণ।

২. হঠাৎ করেই দেখবেন, শিশুর ওজন কমে গিয়েছে।

৩. বিছানায় প্রস্রাব করে ফেলে অনেক শিশুই, কিন্তু যদি দেখেন, দশ-বারো বছর বয়সের পরেও এমন হচ্ছে, তা হলে সতর্ক হন।

৪. ত্বক শুকিয়ে যায়, র‍্যাশ বা চুলকানি হতে পারে।

৫. অল্পেই ক্লান্তি, ঝিমুনি, খিদে কম, ঘুমের সমস্যা ও শরীরে সব সময় অস্বস্তি ভাব থাকবে।

৬. চোখের দৃষ্টি ঝাপসা হতে পারে।

You might also like!