Country

3 days ago

Andhra Pradesh Road Accident: অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনায় মৃত ৯, শোকাহত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Andhra Pradesh Road Accident
Andhra Pradesh Road Accident

 

চিত্তুর, ১২ ডিসেম্বর : অন্ধ্রপ্রদেশের চিত্তুরে শুক্রবার ভোরে খাদে বাস পড়ে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসিপাকালু গ্রামে। পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ৩৫ তীর্থযাত্রী চিত্তুর থেকে ওই বাসে চড়ে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাভারমে যাচ্ছিলেন। তুলসিপাকালু গ্রামের কাছে বাসটি উল্টে রাস্তার ধারের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, বাসটি খাদে গড়িয়ে পড়ায় ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। প্রথমে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে আসেন তাঁদের সাহায্য করতে। খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালায়। প্রশাসনের তরফে জানানো হচ্ছে, এক চালক এবং বাসের কর্মী ছাড়াও এতে ৩৫ জন যাত্রী ছিলেন। উদ্ধারকাজ চলছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, "অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।" প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স মাধ্যমে জানানো হয়েছে, "অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রতিটি নিহতের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।"

You might also like!