Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Cooking

4 months ago

Ragi Chips for Kid: ক্ষুদের পছন্দের ফ্রোজ়েন ফ্রেঞ্চ ফ্রাই-র বিকল্প হিসাবে বানিয়ে নিন রাগির চিপস, রইল ঘরোয়া পদ্ধতি!

Ragi Chips
Ragi Chips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্ষুদেকে খাওয়ানো সে যেন এক চরম ঝক্কির, বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষুদের মনের মতো খাবার বানাতে হিমশিম খান মায়েরা। কেননা বাছাদের খাবার বানানোর সময় তাঁদের স্বাস্থ্য এবং রুচি উভয় দিকেই লক্ষ্য রাখা জরুরী। তাই বাজারজাত চিপস কিংবা ফ্রোজ়েন ফ্রেঞ্চ ফ্রাই সবটাই শিশুর মুখরোচক হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই ক্ষুদের আবদার মেটাতে মন রাখতে বাড়িতেই বানিয়ে ফেলুন রাগি দিয়ে চিপস। রাগি এমন এক দানাশস্য, যাতে প্রোটিন, ভিটামিন, ফাইবার ভরপুর মাত্রায় রয়েছে। রাগি সহজপাচ্য। আয়রন, ক্যালশিয়াম-সহ নানাবিধ খনিজ রয়েছে এতে। এর পাশাপাশি একটি বিশেষ সুবিধা হল এটি বানানোর পর আপনি কন্টেইনারে বেশ কয়েকদিন রাখতে পারবেন। তবে চলুন জেনে নিই, রাগি সহকারে চিপস বানানোর রেশিপি,  

উপকরণ: 

২ কাপ রাগির আটা;

১ কাপ গমের আটা;

১ কাপ চালের গুঁড়ি;

১ টেবিল চামচ চাট মশলা;

আধ চা চামচ জিরেগুঁড়ো;

১ টেবিল চামচ হলুদগুঁড়ো;

স্বাদমতো নুন;

স্বাদমতো লঙ্কার গুঁড়ো। 

পদ্ধতি: প্রথমেই সমস্ত উপকরণ একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিতে হবে। তার পর জল দিয়ে আটা মেখে নিতে হবে। আটা যেন মসৃণ হয়। কিছু ক্ষণ রেখে চাকি-বেলনে পাতলা রুটির মতো বেলে নিন। যত পাতলা বেলবেন, ততই মুচমুচে হবে চিপ্‌স । তার পর কুকি কাটার বা ছোট কোনও গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে।

মুচমুচে চিপ্‌স খেতে হলে ছাঁকা তেলে উল্টে-পাল্টে ভাজতে হবে। তবে যদি স্বাস্থ্যের কথা খেয়াল রাখতে হয়, তা হলে এয়ারফ্রায়ারে তেল ব্রাশ করে উল্টে-পাল্টে ভাজতে হবে। এই চিপ্‌স কোনও বায়ুনিরোধী কৌটো বা কাচের শিশিতে সপ্তাহ দুয়েক রাখতে পারেন।

You might also like!