Cooking

1 year ago

Calcutta Chicken Curry :'ক্যালকাটা চিকেন কারি' - স্বাদে স্বতন্ত্র

Calcutta Chicken Curry
Calcutta Chicken Curry

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সস্তায় পুষ্টিকর খাওয়া মানেই চিকেন। চিকেন বাঙালির ভীষণ প্রিয়। এবার কোলকাতার রেঁস্তোরায় এল একদম নতুন স্বাদের চিকেন কারি। 

 
  উপকরণ -
 * চিকেন-২০০ গ্রাম, 
 * পেঁয়াজ কুঁচি-১০০ গ্রাম, টমেটো-৫০ গ্রাম, কাজু ও চারমগজ-৫০ গ্রাম,
 * আদা ও রসুন পেস্ট-৫০ গ্রাম, 
 * টকদই-৫০ গ্রাম, কাঁচা লঙ্কা- ১০ গ্রাম, লাল লঙ্কা গুঁড়ো-৫ গ্রাম, 
 * হলুদ গুঁড়ো-৫ গ্রাম, ধনে ও জিরে গুঁড়ো- ৫ গ্রাম, সাদা তেল-৭৫ গ্রাম, 
 * নুন-স্বাদ অনুসারে


  প্রণালী - 

  প্রথম পর্ব - প্রথমে কড়াই গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুঁচি ও আদা-রসুনের পেস্ট দিয়ে দিন। এর পর তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে দিন। এর ৮ থেকে ১০ মিনিট পর টক দই দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন।

  দ্বিতীয় পর্ব - এর পর টমেটো-সহ বাকি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। রান্নাটা থেকে যখন জল ছেড়ে দেবে তখন স্বাদমতো নিন দিয়ে দিন। সামান্য জল দিয়ে কিছুক্ষণ রান্না করলে তৈরি হয়ে যাবে 'ক্যালকাটা চিকেন কারি'।

You might also like!