Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Business

1 year ago

Income Tax: জানুয়ারিতে কোন কোন তারিখ করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ?

Income Tax
Income Tax

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকরদাতাদের জন্য 2024 সালের এই প্রথম মাসেও রয়েছে একাধিক আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ। জানুয়ারি মাসে কোন কোন তারিখে আয়কর রিটার্ন সংক্রান্ত কী পদক্ষেপ গ্রহণ করবেন? সম্পূর্ণ তালিকা রইল নিম্নলিখিত-

2024 সালের জানুয়ারি মাসের জন্য আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:

7 জানুয়ারি: চলতি বছরের প্রথম মাসে করদাতাদের জন্য আয়কর সংক্রান্ত প্রথম গুরুত্বপূর্ণ তারিখ হল 7 জানুয়ারি। এটি 2023 সালের ডিসেম্বর মাসের জন্য ট্যাক্স ডিডাকটারদের ক্ষেত্রে ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স (TDS) এবং ট্যাক্স কলেকটেড অ্যাট সোর্স জমা করার নির্ধারিত তারিখ। এছাড়াও এই তারিখটি ধারা 192 (বেতন প্রদানের জন্য), ধারা 194A (নিরাপত্তার বিপরীতে প্রদান করা সুদ ছাড়া অন্যান্য সুদ), ধারা 149D (ইন্সুরেন্স কমিশনের জন্য প্রদত্ত টিসিএস বা টিডিএস) এবং ধারা 149H (কমিশন ও ব্রোকারেজ) –এর অধীনে 2023 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের সময়সীমার জন্য ডিডাকটারকাদের ক্ষেত্রে টিডিএস জমা করার শেষ তারিখ।

14 জানুয়ারি: এই তারিখটি বেশ কয়েকটি ধারার অধীনে ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স বা টিডিএস সার্টিফিকেট ইস্যু করার নির্ধারিত তারিখ। এই ক্ষেত্রে প্রযোজ্য ধারাগুলি হল ধারা 194-IA (কৃষি জমি ছাড়া অন্যান্য স্থাবর সম্পত্তি কেনার জন্য প্রদান করা অর্থের উপর প্রযোজ্য টিডিএস), ধারা 194-IB (50,000 টাকার বেশি মাসিক ভাড়ার উপর ধার্য টিডিএস) এবং ধারা 194M (চুক্তিভিত্তিক কাজের জন্য প্রদান করা অর্থের উপর ধার্য টিডিএস)।

15 জানুয়ারি: 2023 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য জমা দেওয়া টিসিএস-এর ত্রৈমাসিক স্টেটমেন্ট ফাইল করার শেষ তারিখ। এছাড়াও এই একই তারিখটি 2023 সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের মধ্যে প্রাপ্ত ফর্ম 15G বা ফর্ম 15H ঘোষণাপত্র প্রদান করার শেষ তারিখ। যদিও আয়কর দফতরের পক্ষ থেকে শূন্য টিডিএস-এর জন্য ফর্ম 15G বা ফর্ম 15H জমা করার জন্য কোন নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। তবে, যখনই কোন ব্যক্তি একটি ব্যাঙ্ক, কোম্পানি বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানে ফর্ম 15G বা ফর্ম 15H জমা দেন, তখন এই প্রসঙ্গে আয়কর বিভাগের কাছে জানানো বাধ্যতামূলক।

30 জানুয়ারি: 2023 সালের 31 ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য সংগৃহীত করের ক্ষেত্রে এটি টিসিএস সার্টিফিকেট ইস্যু করার শেষ দিন। এছাড়াও এটি 2023 সালের ডিসেম্বর মাসের জন্য ধারা 194-IA, ধারা 194-IB এবং ধারা 194M –এর অধীনে কেটে নেওয়া টিডিএস-এর চালান বিবৃতি দাখিল করার নির্ধারিত শেষ তারিখ।

You might also like!