Business

1 year ago

Gold Price :আজকের তাজা খবর: বুধবার সোনা-রুপোর দর কত হল?

Gold
Gold

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১৭ মে বুধবার প্রতি গ্রামে ২২ ক্যারট সোনার দাম বেড়ে গেছে ১০ টাকা করে। ১ গ্রামের দাম হয়েছে ৫,৬৭৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৭৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫,৪০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বেড়ে গিয়েছে। বুধবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬৭,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬৭৫ টাকা

৮ গ্রাম - ৪৫,৪০০ টাকা

১০ গ্রাম - ৫৬,৭৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৬৭,৫০০ টাকা

অন্যদিকে ১৭ মে তারিখে প্রতি গ্রামে ২৪ ক্যারট সোনার দাম বেড়ে গেছে ১১ টাকা করে। ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৬,১৯১ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৯,৫২৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬১,৯১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বুধবার বেড়ে হয়েছে ৬,১৯,১০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,১৯১ টাকা

৮ গ্রাম - ৪৯,৫২৮ টাকা

১০ গ্রাম - ৬১,৯১০ টাকা

১০০ গ্রাম - ৬,১৯,১০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো বুধবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৫.১০ টাকা

৮ গ্রাম - ৬০০.৮০ টাকা

১০ গ্রাম - ৭৫১ টাকা

১০০ গ্রাম - ৭,৫১০ টাকা

You might also like!