Business

1 year ago

Nifty:শেয়ার বাজারে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ? দেখে নিন

Nifty
Nifty

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মূলত মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের পলিসি রেট নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীদের একাংশ। সোমবার বাজার বন্ধের সময় নিফটি 59 পয়েন্ট কমে হয় 20133। এদিকে সেনসেক্সও 242 পয়েন্ট হ্রাস পায়। সেক্টরগুলির মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কের সূচক বিপুল পরিমাণে বেড়েছিল। তবে বাকি অধিকাংশ সেক্টরের সূচকে তেমন বৃদ্ধি লক্ষ্য করা যায়নি।।

এ বিষয়ে Geojit Financial Services -এর রিসার্চ বিভাগের প্রধান বিনোদ নায়ার বলেছেন, "দেশের ইকুইটি মার্কেটে সোমবার চাপ তৈরি হয়েছিল। এর মূল কারণ মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ। স্বভাবতই বিনিয়োগকারীদের একাংশের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা দেখা যায়।"

মঙ্গলবার ওয়াল স্ট্রিটের মূল সূচকগুলি ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে নিম্নমুখী হয়েছিল। বিনিয়োগকারীদের একাংশ মার্কিন আইপিও বাজারের দিকে চোখ রেখেছেন। গ্রসারি ডেলিভারি অ্যাপ Instacart ন্যাসডাকে ডেবিউ করতে চলেছে। এদিকে ওয়াল স্ট্রিটে প্রথম দিকের ট্রেডে মঙ্গলবার ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ প্রায় 0.15% অথবা 52.46 পয়েন্ট হ্রাস পেয়ে হয় 34571.84। S&P 500 প্রায় 0.18 শতাংশ অথবা 8.12 পয়েন্ট নিম্নগামী হয়েছিল। ন্যাসডাক কম্পোজিটও ওইদিন 0.44 শতাংশ কমে ছিল 13649.44 পয়েন্টে। অন্যদিকে, ইউরোপের সূচক STOXX 600 প্রায় 0.2 শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

মোমেন্টামের সূচক মুভিং অ্যাভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স (MACD) অনুসারে, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, পিএফসি, ডেন নেটওয়ার্কস, আইএফসিআই এবং রেস্তোরাঁ ব্র্যান্ডসের স্টকে ঊর্ধ্বগতির সম্ভাবনা রয়েছে।

মুভিং অ্যাভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স অনুসারে, SAIL, GAIL, IRB Inra, Federal Bank এবং IEX -এর স্টকের দাম হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। এই স্টকগুলিতে মুভিং অ্যাভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স অনুযায়ী বিয়ারিস ক্রসওভার রয়েছে।

বর্তমানে মূল্যায়ন অনুসারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে গুরুত্বপূর্ণ স্টকগুলি হল MRF, Page Industries, Honeywell Automation, 3M India এবং Shree Cements।

বর্তমানে KIOCL, IOB, UCO Bank, Punjab & Sind Bank, এবং Central Bank of India -র শেয়ার কেনার চাহিদা দেখা গিয়েছে। সম্প্রতি বুলিস প্রবণতার জন্য স্টকগুলি 52 সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। এদিকে Penta Gold, Ratnaveer Precision, JB Chemicals, Dangee Dums এবং BKM Industries -এর শেয়ার সম্প্রতি 52 সপ্তাহের সর্বনিম্ন হয়েছে।

You might also like!