Business

1 year ago

Post Office Savings Account: এই তিন পরিবর্তন হয়েছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে

Post Office Savings Account
Post Office Savings Account

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 2023 সালের 3 জুলাই এই পরিবর্তনগুলি অর্থমন্ত্রকের ই-গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছিল। এটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (সংশোধিত) স্কিম নামে পরিচিত।

অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা পরিবর্তন

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের সর্বাধিক সংখ্যা ছিল দুই। বর্তমানে তা বাড়িয়ে তিন করা হয়েছে।

অ্যাকাউন্ট থেকে টাকা তোলা

কেন্দ্রীয় সরকার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার আবেদন ফর্ম 2 থেকে ফর্ম তিনে পরিবর্তন করেছে। এতে পাসবুক দেখিয়ে টাকা তোলা যায়। তবে তা যেন 50 টাকার কম না হয়। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট স্কিম, 2019 অনুসারে আগের নিয়ম ছিল, "অ্যাকাউন্ট থেকে 50 টাকার কম না হলে ফর্ম 2 এবং পাসবুক দেখিয়ে টাকা তোলা যাবে। তবে ফর্ম যথাযথভাবে পূরণ এবং স্বাক্ষর করতে হবে। চেক অথবা ইলেকট্রনিক উপায়ে ন্যূনতম নির্ধারিত সীমার উপর ব্যালেন্সের প্রাপ্যতার সাপেক্ষে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেতে পারে।"

2023 সালের পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (সংশোধিত) স্কিম অনুসারে, "অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে পঞ্চাশ টাকার কম না হলে 2018 সালের গভর্নমেন্ট সেভিংস প্রোমোশন জেনারেল রুলস 2018 অনুসারে, ফর্ম 3-এর মাধ্যমে টাকা তোলা যেতে পারে। অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় চেক অথবা ইলেকট্রনিক উপায়ে ন্যূনতম নির্ধারিত সীমার উপরে ব্যালেন্স থাকতে হবে।"

একটি অ্যাকাউন্টে ডিপোজিটের উপর সুদ

দশম দিন এবং মাসের শেষের মধ্যে একটি অ্যাকাউন্টের সর্বনিম্ন পরিমাণের উপর বার্ষিক 4 শতাংশ হারে সুদ অনুমোদন করা হবে। প্রতি বছরের শেষে এই সুদের হিসাব করা হবে। তারপর তা অ্যাকাউন্টে জমা করা হবে। এর অধীনে একজন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে যে মাসে অ্যাকাউন্টটি বন্ধ হয়েছে তার সুদ শুধুমাত্র সেই মাসের শেষের দিকে পরিশোধ করা হবে।

প্রসঙ্গত, ব্যাঙ্ক এবং জীবন বীমা নিগম ছাড়া বিনিয়োগকারীদের একাংশ পোস্ট অফিসকে বেছে নেন। কারণ পোস্ট অফিসে অ্যাকাউন্টের ক্ষেত্রে খরচ তুলনামূলকভাবে কম। এছাড়াও অর্থের নিরাপত্তা মেলে এই অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে। পাশাপাশি, স্মল সেভিংস স্কিমের অ্যাকাউন্ট-সহ বীমাও করানো যায়। একাধিক ব্যাঙ্কের তুলনায় পোস্ট অফিসে মেলে উচ্চ সুদও। স্বভাবতই বহু বিনিয়োগকারী এই অ্যাকাউন্টের দিকে ঝোঁকেন।

You might also like!