Health

4 days ago

Healthy Tips: লিভারের সুস্থতায় কয়েকটি পাতা ভীষণ কার্যকরী, এক ঝলকে জেনে নিন বিস্তারিত!

liver health (Symbolic picture)
liver health (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জীবনযাত্রার মান এখন অনেক পাল্টেছে। অসুস্থাতা যেন সবসময়ের সঙ্গী। ডাক্তারঘর যাতায়াত যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। অস্বাস্থ্যকর জীবনযাত্রার ফলে শরীরে থাবা বসাচ্ছে বিভিন্ন অসুখ।  এমনই একটি অসুখ হল নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যার ফলে হজম শক্তি দুর্বল হয়ে যায়, আর এই সমস্যা থেকে মুক্তি পেতে শুধু ওষুধ নয়, প্রয়োজন সঠিক ডায়েটের মাধ্যমে লিভার ডিটক্সিফিকেশন। 

লিভার মানবদেহের ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এই লিভার থেকে যাবতীয় টক্সিন অর্থাৎ দূষিত পদার্থ দূর করাই হল ডিটক্সিফিকেশন। যার ফলে ঠিক মতো কাজ করতে পারে লিভার।বাহারি ডায়েট নয়, রোজের পাতে কয়েকটি পাতা রাখলেই ফ্যাটি লিভারের সমস্যা এড়ানো সম্ভব। জেনে নিন বিস্তারিতঃ 

১) নিম পাতা- অতি পরিচিত নিম পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্টের ভাণ্ডার। লিভারে প্রদাহ, ফ্যাটি লিভার, লিভার সিরোসিসের মতো জটিল অসুখের ফাঁদ এড়াতে চাইলে নিয়মিত খান এই পাতা।  রোজ সকালে কয়েকটি কচি নিম পাতা চিবিয়ে বা তার রস করে খেলে উপকার পাবেন। 

২) তুলসী পাতা- তুলসী পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দেহে ক্ষতিকারক ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে। তুলসির মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা লিভারকে ভাইরাস ও সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এছাড়া হজম ক্ষমতা বাড়ায়। তুলসী পাতা চিবিয়ে খেলে লিভারের বিভিন্ন সমস্যায় কমে। 

৩) কারি পাতা- শুধু খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা থেকেও মুক্তি দিতে পারে কারি পাতা। এতে রয়েছে ভিটামিন এ ও সি। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর কারি পাতা খেলে ফ্যাটি লিভারের সমস্যাও অনেকাংশে কমে যায়। 

৪) পুদিনা পাতা- রান্নায় শুধু স্বাদ বর্ধনই করে না, পুদিনা পাতা স্বাস্থ্যেরও জন্যও খুবই উপকারী। ফ্যাটি লিভার দূর করতেও পুদিনা পাতা অত্যন্ত কার্যকরী। লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে পুদিনা পাতা।  

৫) ড্যান্ডেলিয়ন পাতা- হজম ক্ষমতা বাড়তে এবং শরীর থেকে টক্সিন দূর করতে ড্যান্ডেলিয়ন পাতা অত্যন্ত কার্যকরী। লিভারের প্রদাহ, লিভার বেড়ে যাওয়ার মতো সমস্যাতেও এই পাতা খেলে উপকার পাওয়া যায়। ডায়েটে নিয়মিত এই পাতা খেলে ফ্যাটি লিভারের সমস্যা কমাতেও সাহায্য করে।

You might also like!